ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক মেক্সিকোতে ফাদারকে ছুরিকাঘাতে হত্যা

মেক্সিকোতে ফাদারকে ছুরিকাঘাতে হত্যা

0
803

ডেস্ক নিউজ:
মেক্সিকোতে দুবৃত্তরা ছুরিকাঘাতে ফাদার জোস মার্টিন গুজম্যান ভিগাকে হত্যা করেছে । পঞ্চান্ন বছর বয়সী ফাদার বাইরে থেকে খাবার খেয়ে ঘরে ফিরছিলেন, এই সময় ফাদারের ওপর একাধিকবার ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। প্রতিবেশীরা ফাদারের চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন, তখন দুবৃত্তরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কয়েক মিনিটের মধ্যে তিনি মারা যান।
ফাদার জোস ১৫ বছর ধরে যাজকীয় সেবা দিচ্ছিলেন। তিনি ধর্মপ্রদেশীয় প্রিজন (কারাগার) মিনিস্ট্রিতে সেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় মাটামারোস ধর্মপ্রদেশের বিশপ উইজিনো লিরা রোগরেস এক বিবৃতিতে বলেন, ‘ফাদার জোসের হত্যাকান্ডের ঘটনা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। আমি খুব ব্যথিত। এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি করি।’

আরো পড়ুন:

ঢাকা ক্রেডিটের শিক্ষা সফর ২০১৯

প্রেস ব্যবসায়ী লিংকন গমেজের সফলতার গল্প

শপথ নিলেন কাককো’র নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের ১৫ জন সদস্য