শিরোনাম :
কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পাকিস্তানি বিশপদের
ডেস্ক নিউজ:
কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের দুইজন বিশপ।
পাকিস্তানের লাহোরের ধর্মপাল ও জাতীয় আন্তঃধর্মীয় সংলাপ ও আন্তঃমান্ডলিক কমিশনের চেয়ারম্যান আর্চবিশপ সেবাষ্টিয়ান ফ্রান্সিস শ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের নেতৃবৃন্দের সংলাপে বসে সমস্যা সমাধানের অনুরোধ জানান। আর্চবিশপ সেবাষ্টিয়ানের নেতৃত্বে খ্রিষ্টান, মুসলিম ও হিন্দু ধর্মের একটি প্রতিনিধি দল ওয়াগহা অঞ্চলে যান, যেটি ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চল এবং লাহোরের সন্নিকটে। তারা সেখানকার দুই দেশের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন এবং কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন। ভারত-পাকিস্তান সীমান্তে তাঁরা পুনঃমির্লন ও শান্তির আশায় প্রতীকী হিসেবে একটি জলপাই গাছের চারা রোপণ করেছেন।
আর্চবিশপ সেবাষ্টিয়ান বলেন, ‘আমরা প্রস্তাব রাখি দুই দেশের সরকারকে সমাধানের জন্য সংলাপের পথ বেছে নিতে। উভয় দেশেই প্রকৃত সফলতা আসবে শান্তি ও সম্প্রীতি অর্জনের মধ্য দিয়ে। কাশ্মীর ইস্যু যুদ্ধ ও সহিংসতা দিয়ে সমাধান করা সম্ভব না। নিষ্পাপ মানুষ হত্যা একটি অমানবিক কাজ।’
আর্চবিশপ সেবাষ্টিয়ান বাইবেলের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ধন্য তারা যারা শান্তি স্থাপন করে।’
এ দিকে পাকিস্তানের জাতীয় ন্যায় ও শান্তি কমিশনের প্রধান আর্চবিশপ যোসেফ আরশাদও উভয় দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে শান্তি স্থাপনের জন্য সংলাপে বসার আবেদন জানিয়েছেন।
আরো পড়ুন:
মেক্সিকোতে ফাদারকে ছুরিকাঘাতে হত্যা