ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে ১২টি চার্চের একযোগে প্রার্থনা সভা শুরু

খাগড়াছড়িতে ১২টি চার্চের একযোগে প্রার্থনা সভা শুরু

0
971


গতকাল খাগড়াছড়ি শহরের দক্ষিণ পানখাইয়াপাড়ায় বাংলাদেশ প্রেসবিটেরিয়ান চার্চে বিকাল সাড়ে ৪ঘটিকার সময় জেলা সদরে অবস্থানরত সকল চাকমা সম্প্রাদায়ের চার্চ এর সদস্যাদের নিয়ে প্রথমবারের মতো সাপ্তাহিক প্রার্থনা সভার আয়োজন করা হয়।
নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে প্রার্থনা সভায় প্রায় ১২টি চার্চের সদস্য-সদস্যারা অংশ গ্রহন করেন।

প্রার্থনা সভায় পরিচালনায় ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের পালক কিরণ উদয় চাকমা, ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলেন ব্যাপ্টিস্ট মিড মিশনের পালক জ্যোতিশ্বর চাকমা, দান-দশমাংশ নিয়ে প্রার্থনা করেন চাকমা ডিস্ট্রিক ফেলোশীপের পালক জয় কুমার চাকমা এবং উপস্থিত সকলের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রার্থনার বিষয়গুলি প্রভুর নিকট তুলে ধরেন বাংলাদেশ খ্রীস্টিয়ান চার্চের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা।
পালক কিরণ উদয় চাকমার প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর চাকমা গান বই থেকে পরপর ১৭, ১৯, ২৭ সংখ্যার গান পরিবেশন করা হয়। তিনি পবিত্র বাইবেলের গীতসংহিতা ১অধ্যায় ১-৬পদ উপস্থিত সকলের নিকট পাঠ করেন। এরপর প্রভুর বাক্য নিয়ে কথা বলেন পালক জোতিশ্বর চাকমা, তিনি পবিত্র বাইবেলের দ্বিতীয় বিবরণ ৫অধ্যায় ৬-২১পদ মোশির দশ আজ্ঞা বিষয়ে এবং নতুন নিয়মে যীশু দশ আজ্ঞাকে দুই আজ্ঞায় পরিণত বিষয়ে উপস্থিত সকলের নিকট তুলে ধরেন।

তিনি বলেন, ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের জীবন-যাপন করতে হবে। সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত হৃদয় ও সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। সংস্থা ভিন্ন হতে পারে কিন্তু আমরা একই ঈশ্বরের, একই যীশুর অনুসারী। তাই একে অপরের মধ্যে যীশুর আগাপে ভালোবাসা স্থাপন করতে হবে তারপর পুরো চাকমা খ্রীষ্টান সম্প্রাদায় ঐক্যবদ্ধ হয়ে আপদে-বিপদে, সুখে-দুঃখে, মরা-মৃত্যুতে, বিবাহ-বন্ধনে ও একে অপরের খোঁজ-খবর নিয়ে যথসাধ্য সাহায্য-সহযোগীতার হাত বাড়িয়ে অন্যদের কাছে প্রকাশ করতে হবে। যেন ছড়িয়ে-ছিটিয়ে ঘুমিয়ে থাকা চাকমা খ্রীষ্টান সম্প্রাদায় জেগে উঠে ঐক্যবদ্ধ হয়ে একযোগে প্রভুর পক্ষে কাজ করে।
এভাবে প্রতি সপ্তাহে যেন একবার বিকাল সাড়ে ৪ঘটিকার সময় স্ব-পরিবারে সবাই প্রার্থনা সভায় অংশগ্রহন করে এ আহবান জানানো হয়। সকলে উঠে দাঁড়িয়ে শেষ প্রার্থনা পরিচালনা করেন খ্রীস্টান ফেলোশীপ অপ বাংলাদেশ চার্চের পালক সমিরণ চাকমা, এরপর প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে প্রার্থনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়