ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট এটিএম সার্ভিসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

এটিএম সার্ভিসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

0
573

ডিসি নিউজ
আজ ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সার্ভিস সেন্টারগুলোয় এটিএম বুথ স্থাপনের জন্য ঢাকা ক্রেডিটের সাথে মারটিকো সলিউশন এবং হল টেকনোলজিস লি: এর মধ্যে একটি ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা প্রমুখ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মারটিকো সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাজেদ আহমেদ এবং হল টেকনোলজিস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ কাজী মাজেদ আহমেদ এবং মো. নাজমুজ্জামানকে ঢাকা ক্রেডিটের পক্ষে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, এই চুক্তির মধ্য দিয়ে ঢাকা ক্রেডিট নতুন একটি যুগে প্রবেশ করেছে। এই পরিষেবাটি ঢাকা ক্রেডিটের কার্যক্রমকে আরো স্মার্ট, ডিজিটাল ও আধুনিক করে তুলবে। সদস্যদের সময় বাঁচাবে ও ভোগান্তি কমে আসবে।
সদস্যদের জন্য স্মার্ট সেবার এই উদ্যোগ ঢাকা ক্রেডিটে নতুন একটি ডাইমেনশন যুক্ত করেছে।
এটিএম সার্ভিসের ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও উপদেষ্টা নির্মল রোজারিও, ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ, আলবার্ট আশিস বিশ্বাস, আনন্দ ফিলিপ পালমা, পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য ডমিনিক রঞ্জন গমেজ ও সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা ও পাপড়ী প্যাট্রিসিয়া আরেং, ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি গমেজ, আইসিটি বিশেষজ্ঞ অল্ড্রিন টমাস গেইন, সহকারী সিইও লিটন টমাস রোজারিও, সিও জোনাস গমেজ, সুদান গাইন প্রমুখ।