ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণে খ্রিষ্টভক্তদের করণীয়

ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণে খ্রিষ্টভক্তদের করণীয়

0
1158

ডিসি নিউজ:

ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণে খ্রিষ্টভক্তদের রয়েছে দায়িত্ব, কর্তব্য ও করণীয়, বলেন আর্চবিশপ টি. এ. গাঙ্গুলী মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারি জেরাল্ড রড্রিগ্স।

তিনি ডিসি নিউজকে গতকাল বলেন, ‘আমাদের সবারই প্রচেষ্টা থাকবে ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণের জন্য। আমাদের উচিত তাঁর মধ্যস্থতায় প্রার্থনা করা। বিশেষ করে অনিরাময় যোগ্য অসুস্থতায় যদি কেউ প্রর্থনা করে সুস্থ হই তা যেন লিখিত আকারে স্থানীয় ফাদারকে জানাই।’

প্রাক্তন সেমিনারীয়ান এবং হলিক্রসের প্রাক্তন শিক্ষক জেরাল্ড জানান, অনিরাময় যোগ্য ব্যধি যেমন ক্যান্সার, কিডনী ফেইলোর হলে, আর্চবিশপ টি. এ. গাঙ্গুলীর মধ্য দিয়ে প্রার্থনা করলে কেউ সুস্থ হলে তা স্থানীয় ফাদারের মধ্য দিয়ে আর্চবিশপ টি এ. গাঙ্গুলী মেমোরিয়াল ট্রাস্ট বা ধন্যশ্রেণীভুক্তকরণ কমিটিতে তা লিখিতভাবে জানাতে হবে। তা পরে ভাটিকানে প্রমাণ হিসাবে সেই নথি প্রেরণ করা হবে। এভাবে তাঁকে সাধু ধন্য শ্রেণীভুক্তকরণ পক্রিয়া দ্রুত হবে।

জেরাল্ড রড্রিগ্স বলেন, ‘আমি ইতিমধ্যে দেখেছি, কয়েকজন প্রার্থনা করে ফল পেয়েছেন। তাঁর ওপর আস্থা নিয়ে প্রার্থনা করলে আমি আশা করি অবশ্যই ফল পাওয়া যাবে। আমার বিশ্বাস, ঈশ্বর অবশ্যই আমাদের প্রচেষ্টা সফল করে তুলবেন।

জেরাল্ড রড্রিগ্স স্মৃতিচারণ করে আর্চবিশপ টি. এ. গাঙ্গুলীর বিষয়ে বলেন, ‘আমি দেখেছি, আর্চবিশপ টি. এ. গাঙ্গুলী রিপু করা প্যন্ট পরতেন। তাঁর তিনটার বেশি জামা ছিল না। তাঁর মধ্যে ছিল না কোন রাগ কিন্তু ছিল নম্রতা ।

কাথলিক মন্ডলীতে কোন ব্যক্তিকে সাধু শ্রেণীভুক্ত করার চারটি পক্রিয়া রয়েছে। সেগুলো হলে: ঈশ্বরের সেবক, পূজনীয়, ধন্য এবং সাধু। দেশের প্রথম বঙ্গালী সাধু শ্রেণীভুক্তকরণের প্রথম ধাপ ‘ঈশ্বরের সেবক’ পদে ভূষিত হয়েছেন আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী ২০০৬ খ্রিষ্টাব্দে। এখন তার পরবর্তী ধাপ হলো ‘পূজনীয়’। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্চবিশপ টি এ গাঙ্গুলী লাইব্রেরী