ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
বাংলা : ১৯ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ক্রেডিট হাসনাবাদ সেবাকেন্দ্রের অফিস আশীর্বাদ

ক্রেডিট হাসনাবাদ সেবাকেন্দ্রের অফিস আশীর্বাদ

0
538

ডিসি নিউজ:
ঢাকা ক্রেডিট হাসনাবাদ সেবাকেন্দ্রের অফিস আশীর্বাদ করেন ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
৩১ আগস্ট সেবাকেন্দ্রের অফিস আশীর্বাদ ও বান্দুরা বহুমুখী প্রকল্প পরিদর্শন কালে বিশপ মহোদয় ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং বান্দুরা বহুমুখী প্রকল্প তৈরি ও জনগণের সুবিধা তৈরির জন্য ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানান।
তাঁর পরিদর্শন কালে ঢাকা ক্রেডিটের বোর্ড কর্মকর্তা পিটার রতন কোড়াইয়া প্রকল্প ভবন ঘুরে দেখান। এ সময় ঢাকা ক্রেডিট যুব কমিটির যুগ্ম আহ্বায়ক জনি গমেজ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা ক্রেডিটের বান্দুরা বহুমুখী প্রকল্পের উদ্বোধন হয়েছে ২৪ মে । এই প্রকল্পটি জাতি-ধর্ম-বর্ণ সবার জন্য উন্মুক্ত। এখানে রয়েছে গেস্ট হাউজ, ট্রেনিং সেন্টার, কমিউনিটি সেন্টার, ঢাকা ক্রেডিটের বান্দুরা শাখা অফিস।