ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঈশ্বরের ডাকে সাড়া দিলেন ভার্জিনিয়া পিরিচ

ঈশ্বরের ডাকে সাড়া দিলেন ভার্জিনিয়া পিরিচ

0
469

ডিসি নিউজ:

ঢাকা ক্রেডিটের সক্রিয় সদস্য ভার্জিনিয়া পিরিচ ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে সংসারের মায়া ছেড়ে চলে গেলেন পরপারে। তিনি ছিলেন ঢাকা ক্রেডিটের আইটি ডিপার্টমেন্টের কর্মী বাদল পিরিচের মা।
৪ সেপ্টেম্বর রাত ১১টায় তিনি নিজ বাসভবনে প্রাণ ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ভার্জিনিয়া পিরিচ তেজগাঁও চার্চের পশ্চিম তেজতুরী বাজারের বাসিন্দা ছিলেন। ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে সবাইকে কাঁদিয়ে তিনি বুধবার রাতে দেহত্যাগ করেন।
৫ সেপ্টেম্বর, বিকাল ৩টায় তেজগাঁও গির্জায় ফাদার রিপন গমেজের অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের মধ্য দিয়ে ভার্জিনিয়া পিরিচকে শেষ বিদায় জানিয়ে চার্চের সমাধীক্ষেত্রে শায়িত করা হয়।
এদিন ঢাকা ক্রেডিটের সিও জোনাস গমেজ, সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, সহকারী ম্যানেজার ইনচার্জ সোহেল রোজারিও’র নেতৃত্বে ঢাকা ক্রেডিটের কর্মীরা তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে অংশগ্রহণ এবং সমাধীতে শ্রদ্ধা জানিয়ে আত্মার মঙ্গল প্রার্থনা করেন।