ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গোবিন্দগঞ্জে বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির সদস্য হামলার শিকার

গোবিন্দগঞ্জে বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির সদস্য হামলার শিকার

0
504

নিউজ ডেক্স

বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সদস্য আবদুল খালেক আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন। গত রোববার সকালে গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।


অপর দিকে হামলার পরই প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির লোকজন সকাল সাড়ে ৯টা থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ ছিল।

জানা যায়, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সদস্য আবদুল খালেক গতকাল সকালে বাগদা বাজারে যাচ্ছিলেন। সাহেবগঞ্জ ইক্ষুখামারের অফিস সংলগ্ন আমবাগানে পৌঁছালে কয়েকজন আনসার সদস্য তাকে ধরে অফিসের ভেতরে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি মাথায় আঘাতসহ গুরুতর আহত হন।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, খালেক বাগদা বাজারে যাওয়ার পথে আনসার সদস্যরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে মারধর করেন।

সাহেবগঞ্জ ইক্ষুখামারের আনসার সদস্যদের পিসি মো. জহুরুল ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার সকালে সাঁওতালদের কয়েকজন লোক পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করছিল। মাছ শিকারে তাদের বাধা দিলে তারা চলে যায়। পরে সাঁওতালরা আবারও মাছ ধরতে আসে এবং খালেক তাদের পাহারা দেন। মাছ ধরাকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে খালেকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খালেক ক্ষিপ্ত হয়ে আনসার সদস্য আতিকুর রহমান ও হাফিজুর রহমানের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করতে থাকেন। এ সময় মাটিতে পড়ে খালেক মাথায় আঘাত পান।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান গিয়ে জড়িত আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাঁওতালরা অবরোধ তুলে নেয়।

আরো পড়ুন:

নিউইয়র্কে গ্লোরিয়া ঝর্ণা সরকার সংম্বর্ধিত

শুধু ঢাকা মেডিকেলেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০জনের

আর্থ-সামাজিক উন্নয়নে শাকদা পরিত্রাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন