শিরোনাম :
শুধু ঢাকা মেডিকেলেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০জনের
ডেস্ক রিপোর্ট:
চলতি বছর ডেঙ্গু মাহামারী রূপ নিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অনেকেই। অনেকে চিকিৎসা গ্রহণ করার আগেই মারা গেছেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন অনেকেই। ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যানে পরিবর্তন এনেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদের তথ্য মতে ২২৪টি মৃত্যুর তথ্য এসেছে। ঢাকা মেডিকেল থেকে ৪০জনের মৃত্যুর তথ্য পেয়েছে আইইডিসিআর।
২৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গণমাধ্যমকে যে তথ্য দিয়েছে সেখানে যায় যে, ১২৬টি মৃত্যুর ঘটনা আইইডিসিআরের পর্যালোচনা কমিটি পর্যলোচনা করেছে। এর মধ্যে ৭৫টি মৃত্যু ডেঙ্গুতেই হয়ে বলে কমিটি নিশ্চিত করেছেন।
প্রথম আলোর হিসাব মতে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২৮ জনের। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা গ্রামের ছেকেন প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান প্রামাণিক ২১ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাবিবুরের চাচাতো ভাই ফরিদ আহমেদ প্রথম আলোর প্রতিনিধিকে বলেন, গত সপ্তাহে হাবিবুরের জ্বর হয়েছিল।
তবে এখনো কিছু কিছু মানুষ ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে সেবা গ্রহণ করছে। (প্রথম আলো)
আরো পড়ুন:
নিউইয়র্কে গ্লোরিয়া ঝর্ণা সরকার সংম্বর্ধিত
গোবিন্দগঞ্জে বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার কমিটির সদস্য হামলার শিকার
আর্থ-সামাজিক উন্নয়নে শাকদা পরিত্রাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন