শিরোনাম :
সুবাস রোজারিওর নিখোঁজের ঘটনায় বিভ্রান্ত পুলিশ
।।নিজস্ব প্রতিবেদক।।
বাউল শিল্পী সুবাস রোজারিওর নিখোঁজের ঘটনায় বিভ্রান্ত পাবনার চাটমোহর থানার পুলিশ।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটমোহরের ওসি ফোন করে জানান, তার নিকট দিনাজপুর থেকে ফোন আসে যিনি নিজেকে রেল পুলিশের এসআই রিপন বড়ুয়া বলে পরিচয় দেন। রিপন বড়ুয়া তাকে বলেন সুবাস রোজারিওকে তারা হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন। সুবাসের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকে পাড়ানো হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। উন্নত চিতিৎসার জন্য দ্রুত তাকে রংপুর বা ঢাকায় স্থানান্তর করা দরকার।
তবে দিনাজপুর সদর হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজে গিয়ে সুবাসের স্বজনরা সুবাসকে খোঁজে পাননি। এরপর আবার কথিতি এসআই রিপন বড়ুয়ার মোবাইলে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
চাটমোহরের ওসি শেখ মোহাম্মদ নাসির ডিসি নিউজকে বলেন, ‘আমার নিকট রিপন বড়ুয়া যিনি দিনাজপুর রেল পুলিশের এসআই বলে পরিচয় দিয়েছিলেন এবং সুবাসকে পাওয়ার খবর দেন। পরে তাকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোন প্রতারক ফোন দিয়েছিলো। আমরা সেই রিপন বড়ুয়ার বিষয়ে খোঁজ নিচ্ছি এবং আসল ঘটনা দ্রুত জানা যাবে। রিপন প্রতারক হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত ২৪ সেপ্টেম্বর থেকে সুবাস রোজারিও নিখোঁজ। তার নিখোঁজের ঘটনায় চাটমোহর এবং গাজীপুরে দুইটি সাধারণ ডায়েরি করা হয়েছে।