শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান নারীকে হত্যা
ডিসি নিউজ:
গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা গ্রামে ভেরোনিকা রোজারিওকে (৫০) হত্যা করেছে দুবৃত্তরা। তাঁর স্বামীর নাম মৃত সমীর রোজারিও।
তিন কন্যা সন্তানের জননী ভেরোনিকা মিশনারী স্কুল মঠবাড়ি গালর্স হাই স্কুলের দপ্তরির কাজ করতেন।
নাগরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার বাবলু রোজারিও ডিসি নিউজকে ঘটনাস্থল থেকে জানান, ভেরনিকাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর সারা শরীর রক্তাক্ত। বোঝা যাচ্ছে না তাঁর গলা কেটে হত্যা করা হয়েছে না মাথায় আঘাত করা হয়েছে।
তিনি বলেন, ‘ভেরোনিকার মেয়ে ও মেয়ে জামাই রাতে তাঁর সাথে মোবাইলে কথা বলেছেন। ধারণা করা হচ্ছে আজ সকাল সাতটা থেকে নয়টার মধ্যে তাঁকে খুন করা হতে পারে।’
বাবলু জানান, গতকাল রাতে বাড়িতে ভেরোনিকা একা ছিলেন। গতকাল তাঁর মেয়ে তুলসি রোজারিও চট্টগ্রামে একটি স্কুলে চাকরির জন্য গেছেন। সেখানে তাঁর শিক্ষিকা হিসেবে যোগদান করার কথা ছিল। দুঃখজনক এই ঘটনায় এলাকার মানুষ খুবই মর্মাহত।
ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে এটা বলতে পারছেন না কেউ।
ঢাকা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা দিয়েছে।
ভেরোনিকা রোজারিও’র তিন মেয়ের মধ্যে দুই মেয়ে ইতিমধ্যে বিয়ে হয়েছেন। আরেক মেয়ে আজ চট্টগ্রামে একটি স্কুলে যোগদান করার কথা রয়েছে।
ভেরোনিকার স্বামী আট বছর আগে মারা গেছেন।
আরো পড়ুন:
ওয়ার্ল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর প্রদীপ দাওয়া মারা গেছেন