শিরোনাম :
ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান
|| ডিসি নিউজ ||
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিট স্পোকেন ইংলিশ কোর্সের বিদায়ীদের সনদপত্র প্রদান এবং নতুনদের বরণ করে নেওয়া হয়।
ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর আলবার্ট আশীষ বিশ্বাস, সুপারভাইজরি কমিটির সভাপতি জন গমেজ, সদস্য ষ্টেলা হাজরা, পাপরি আরেং এবং শিক্ষক দেওয়ান রেজুয়ান নবী (রেজা)। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি শীরেন সিলভেষ্টার গমেজ বলেন, ‘ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, কিন্তু আমাদের মেধা দিয়ে রপ্ত করতে হবে। অতীতের মতো এখন পেপার-পত্রিকা এবং টেলিভিশন দেখে ইংরেজি শিখতে হয় না, মোবাইলের মাধ্যমে অতি সহজেই শেখা যায়।’
তিনি আরো বলেন, ‘ঢাকা ক্রেডিটে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় মূলক খরচ কম ও সুযোগ-সুবিধা বেশি, তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ইংরেজি শেখার সুযোগ গ্রহণ করতে পারেন।’
ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আশীষ বিশ্বাস বলেন, ‘আমরা তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে আমাদের ইংরেজি ভাষা জানা আবশ্যক। যে কোন জায়গায় প্রতিযোগিতায় টিকতে হলে ভালো ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হয়।
কোর্সের শিক্ষক দেওয়ান রেজুয়ান নবী (রেজা) বলেন, ‘এখানে শুধু স্পোকেন ইংলিশ শেখানো হয় না, পাশাপাশি লাইফ ষ্টাইলও শেখানো হয়। এখানে আরো শেখানো হয় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, চাকরির ইন্টারভিউ-এ কিভাবে মুখোমুখি হতে হয়।’
শিক্ষক রেজা আরো বলেন, ‘ঢাকা ক্রেডিটে আমার ১৫ বছরের শিক্ষকতার ইতিহাসে এবছর ৩০জনের অধিক শিক্ষার্থীকে নিয়ে আইইএলটিএস সম্পন্ন করেছি আপনাদের সহযোগিতার ফলেই তা সম্ভব হয়েছে।’
এই অনুষ্ঠান পরিচালনা করেছেন সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা।
এ দিন ২৫ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং নতুন ২২ জন শিক্ষার্থীকে ফুলের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
বোর্ড অব ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজ সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং শুভ কামনা করেন।