ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জমি দখলের লোভেই কি ভেরোনিকার হত্যাকান্ড?

জমি দখলের লোভেই কি ভেরোনিকার হত্যাকান্ড?

0
1491

|| সুমন কোড়াইয়া ||
‘আমি না থাকলে তোরা এই বাড়িতে থাকতে পারবি না। এই জমির ওপর মানুষের লোভ আছে’ স্মৃতিচারণ করে মায়ের কথা বলেন ভেরোনিকা রোজারিওর বড় মেয়ে লুবনা রোজারিও।
মিশনারী স্কুলের দপ্তরি ভেরোনিকাকে গতকাল নিষ্ঠুরভাবে হত্যা করেছে দুবৃত্তরা। তাঁর শরীরের বিভিন্ন অংশে আটটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। একাধিক আঘাত করা হয়েছে গলায়, চোখে ও মাথায়।
আজ সকালে তাঁর মরদেহ দাফন করা হয় মঠবাড়ী গির্জার কবরস্থানে। দাফন শেষে কথা হয় লুবনা রোজারিওর সাথে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা সিস্টারদের পরিচালিত স্কুলে কাজ করতেন। সিস্টারদের কাছে শুনেছি মা খুব ভয়ে বাড়িতে থাকতেন। বাড়ির সামনে একটি গোলাপফুল গাছে কে বা কারা দুইবার রক্ত মাখা রুমাল রেখে গেছেন। পরে মা নাকি থানায় জিডি করেছেন। আমরা দুঃশ্চিন্তা করবো দেখে মা এসব কথা আমাদের বলতেন না।’
লুবনা জানান, তারা তিন বোন। কোনো ভাই নাই। তাদের শত্রু আছে। তবে কারা শত্রু তা গণমাধ্যমে বলতে চান না। তিনি মনে করেন, জমি দখলের জন্য তার মাকে কেউ হত্যা করে থাকতে পারে।
‘বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২০১০ সালে। আমাদের মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। মাকে যারা হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই’ বলেন লুবনা।
তিনি জানান, তাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে ঢাকা মহাসড়ক। এখানে জমির দাম অনেক বেশি। ভূমিদস্যুদের এই জমির প্রতি লোভ রয়েছে। অনেকে নিজেদের জমি বিক্রি করে চলে যেতে বাধ্য হয়েছে।

আরো পড়ুন: ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বিসিএ’র নিন্দা-প্রতিবাদ

তবে ভিন্ন মত প্রকাশ করেছেন নিহত ভেরোনিকা রোজারিওর প্রতিবেশী সজল লেনার্ড রোজারিও। তিনি ডিসিনিউজকে বলেন, ‘লুবনাদের বাড়িতে আগেও কয়েকবার চুরি হয়েছে। আমার মনে হচ্ছে কেউ চুরি করতে এসে এই হত্যাকান্ড ঘটিয়েছে। চোরকে হয়তো ভেরোনিকা চিনে ফেলেছিলেন।’
জানা গেছে, ভেরোনিকাদের বাড়িতে আগেও আরো দুইবার চুরি হয়েছে।
লুবনা বলেন, আমাদের বাড়িতে যদিও আগে দুইবার চুরি হয়েছে কিন্তু বাড়ি থেকে চুরি করে চোর তো তেমন কিছুই নিতে পারেনি। একবার শুধু মাটির ব্যাংক চুরি করেছে।
গতকাল কোনো কিছু চুরি হয়েছে কিনা এই বিষয়ে তিনি বলেন, ‘আমাদের জমির দলিল, টিভি ও অন্যান্য জিনিসপত্র সবই আছে। আমাদের চোখে কোনো কিছু পড়ে নাই যা খোয়া গেছে।’
ভেরোনিকার হত্যাকান্ডে তাঁর ভাই লিও পালমা কালিগঞ্জ থানায় গেছেন মামলা দায়ের করার জন্য।
মঠবাড়ীর পাল-পুরোহিত উজ্জ্বল রোজারিও সিএসসি ভেরোনিকা রোজারিও’র হত্যার বিচার দাবি করেছেন। তিনি ডিসিনিউজকে বলেন, ‘যারা ভেরোনিকা রোজারিওকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। উলুখোলায় এখন আতঙ্ক বিরাজ করছে। গ্রামটি সড়কের পাশে হওয়ায় প্রায়ই বাড়িগুলোতে চুরি হয়।’
‘ওই গ্রামের জমির মূল্য সোনার মতো। এছাড়া কিছু প্রভাবশালী মানুষ সেখানে জমি কিনেছে। এই হত্যাকান্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করতে পারে, যাতে ওই এলাকার মানুষ জমি বিক্রি করে অন্যত্র চলে যায়। তবে বলা মুসকিল কি কারণে ভেরোনিকাকে হত্যা করা হয়েছে’ যোগ করেন ফাদার উজ্জ্বল।