শিরোনাম :
‘প্রদীপ দাওয়া খ্রিষ্টান সমাজের একজন আদর্শ’
|| কাকন হালসনা ||
আমি ওয়ার্ল্ড কনসার্নের অর্থায়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনে রত। এই প্রতিষ্ঠানে প্রায় বিশ বছর যাবত প্রদীপ দাওয়ার সাথে কাজ করছি। ব্যক্তি হিসেবে প্রদীপ দাওয়া খ্রিষ্টান সমাজের একজন আদর্শ। তিনি মানুষ হিসেবে অনেক উদার। এমন কোন মানুষ নেই যে তাঁর কাছে সাহায্যে চেয়ে কোনোদিন বিমুখ হয়েছেন।
চেনা-অচেনা, কাথলিক, অন্য যে কোনো মন্ডলীর, আর্থিকভাবে বা পরামর্শ দিয়ে তিনি সাহায্যে করেছেন। শুধু অফিসের অর্থ নয়, ব্যক্তিগতভাবেও তিনি নিজের বেতনের প্রায় অর্ধেক অর্থ কোন কোন মাসে দান করেছেন। তিনি ছিলেন দানশীল।
ওয়ার্ল্ড কনসার্নের অর্থায়ন বিভাগের প্রধান হিসেবে তিন বছর যাবৎ কাজ করছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, অর্থনৈতিকভাবে তিনি ১০০% সৎ ছিলেন। কোন দিন অর্থের অপচয় করেননি তা নিজের চোখে দেখেছি।
অফিসের কাজের জন্য ব্যক্তিগত কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করেননি। অবৈধভাবে কোন অর্থ আত্মসাত করতে কখনো দেখিনি।
আমি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের সদস্যদের জানাই সমবেদনা।
অনুলিখন: হিমেল রোজারিও
আরো পড়ুন:
ওয়ার্ল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর প্রদীপ দাওয়া মারা গেছেন