শিরোনাম :
শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিসিএ’র
শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্তবিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ভাই ও বোনদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। দূর্গতি নাশিনী দূর্গাদেবী সকল অন্যায়, অবিচার, অপশক্তি সমূলে বিনাশ করে মানবকূলকে রক্ষা করার জন্যে মর্তে আগমন করেছিলেন। আজ পৃথিবীর সকল অন্যায়, অবিচার, অন্যায্যতা, অপশক্তি বিনাসে তাঁর শুভাগমন বিশেষ প্রয়োজন বলে নেতৃবৃন্দ তাঁদের বিবৃতিতে উল্লেখ করেছেন।
সার্বজনীন এ দূর্গাপূজা বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানুষে মানুষে ভাতৃত্ববোধ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে নেতৃবৃন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে দূর্গাপূজা সকলের জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনুক সে কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।