শিরোনাম :
মা হত্যার বিচার চাইলেন তিনবোন: ভেরোনিকা হত্যাকান্ড
ডিসি নিউজ:
বিধবা মা ভেরোনিকা রোজারিওকে নৃশংসভাবে হত্যার বিচার চাইলেন তিন বোন লুবনা, নিপা ও তুলসি রোজারিও। সাথে ছিলেন তাদের দিদিমা, মামা ও স্বজনরা।
আজ সকালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গাজীপুর জেলার কালীগঞ্জের উলুখোলা গ্রামে নিহত ভেরোনিকা হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে।
এই সময় ভেরোনিকার বড় মেয়ে লুবনা কেঁদে বলেন, ‘আমাদের মা এত তাড়াতাড়ি এ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা না। তার আরো বাঁচার কথা ছিলো। যারাই আমাদের মাকে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই। তাই অনুরোধ করি পুলিশ প্রশাসন যেন দ্রুত দোষিদের আটক করে আইনের আওতায় নিয়ে আসে।’
কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে যান তিন বোন। তারা ঠিক বুঝে উঠতে পারছেন না কিভাবে কী হয়ে গেল। তাদের কোনো শক্র থাকতে পারে তা তারা কল্পনাও করতে পারেননি। তাদের বাড়ির অবস্থান উলুখোলা গ্রামের ঢাকা সড়কের পাশে। এর আগে একাধিকবার চুরি হয়েছে। তবে তাদের যে কোনো শত্রু থাকতে পারে তা তারা আগে বুঝতে পারেননি।
হত্যাকান্ডের সময় তাদের মায়ের কানে ছিলো স্বর্ণের দুল, সেটি নিয়ে যায়নি ঘাতক। ঘরের কোনো জিনিস চুরি বা হারানো যায়নি। তাহলে কীসের ক্ষোভে এমন রক্তপাত ও প্রাণহানী? তবে যেই হত্যাকারী হোক তারা তিন বোন তাদের মায়ের হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান।
আজ পরিদর্শনকালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও নিহত ভেরোনিকার তিন মেয়েকে সমবেদনা জানান।
তিনি বলেন, ‘আমরা আপনাদের মা’র হত্যার বিচার চাই। আমরা আপনাদের পাশে আছি। হত্যাকারী যেই হোক তাঁদের বিচারের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাবো।’
নির্মল রোজারিও বলেন, আগামী ৬ অক্টোবর মঠবাড়ী মিশন মোড়ে ভেরোনিকা হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, মঠবাড়ী, কালীগঞ্জ শাখার উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কালিগঞ্জ থানার ওসি ডিসিনিউজকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এই হত্যাকান্ডের মূলহোতাকে ধরতে পারবেন বলে তারা আশা করছেন।
আরো পড়ুন:
জেনিফার মনিকা হত্যা মামলার আসামী হিমেল আটক
বাউলশিল্পী সুবাসের নিখোঁজ হাওয়ায় বিক্ষোভ-মানববন্ধন বাউল সমাজের
ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় বিসিএ’র নিন্দা-প্রতিবাদ