ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শুরু হলো ঢাকা ক্রেডিটের ৫৯তম বার্ষিক সাধারণ সভা

শুরু হলো ঢাকা ক্রেডিটের ৫৯তম বার্ষিক সাধারণ সভা

0
966

।।নিজস্ব প্রতিবেদক।। ডিসিনিউজ।।

প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বার্ষিক সাধারণ সভা ২০১৯।

৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় এই বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো. আমিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত রয়েছেন কাককোর চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ঢাকা জেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা জনাব মো. জহিরুল হক, সমবায়ের অফিসার মোসাম্মত নূর-এ-জান্নাত, তসলিমা আক্তার, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, ট্রেজারার বিপুল লরেন্স গমেজসহ ঢাকা ক্রেডিটের সকল কর্মকর্তা, উর্ধ্বতন কর্মী ও প্রতিনিধিবৃন্দ।

সকালে প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায় পতাকা ও ঢাকা ক্রেডিট পতাকা উত্তোলন করা হয়। সুপারভাইজরি কমিটির সদস্য পাপড়ী প্যাট্রিসিয়া আরেং বাইবেল পাঠ করার পর মৃত কর্মকর্তা ও সদস্যদের আত্মার কল্যাণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজের বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম এগিয়ে চলে।

লাইভ দেখতে ক্লিক করুন: https://www.facebook.com/634758130017391/videos/498753960905371/?notif_id=1570169094850862&notif_t=live_video_explicit&ref=notif