ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী

0
1285

৫ অক্টোবর সকাল ৮টায় তেজগাঁও গির্জায় পবিত্র খ্রিষ্টযাগের মধ্যদিয়ে জুুুবিলি অনুষ্ঠানের প্রথম ধাপ শুরু হয়। পবিত্র খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি এবং তাঁকে সহায়তা করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুব্রত বি গমেজ।
খ্রিষ্টযাগের পরে প্রায়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছবিতে মাল্যদান এবং বাংলাদেশ খ্রীষ্টান- এসোসিয়েশনের প্রাক্তন কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পাঁচ দশককে স্মরণ করে তেজগাঁও গির্জার বিভিন্ন স্থানে পাঁচটি জলপাই চারা রোপণ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এর পরে তেজগাঁও গির্জা হতে আনন্দ র‌্যালী করে ঢাকা ক্রেডিটের সামনে এসে সমাপ্তি ঘটে।
খ্রিষ্টযাগে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসোসিয়েশনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।