ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দেশের ৪২ জন গুণীজনকে সম্মাননা জানালো বিসিএ

দেশের ৪২ জন গুণীজনকে সম্মাননা জানালো বিসিএ

0
2128

নিজস্ব প্রতিবেদক ।। ডিসিনিউজ

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) ৫০ বছর জুবিলি অনুষ্ঠানে বাংলাদেশের খ্রিষ্টান সমাজের ৪২জন গুণী ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংগঠনটি।

৫ অক্টোবর, বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) অডিটরিয়ামে বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যাঁদের স্বীকৃতি পদক প্রদান করা হয়েছে তাঁরা হলেন:

সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য

প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক স্বর্গীয় সমর দাস, আধুনিক গানের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, নজরুল সঙ্গীতের কণ্ঠশিল্পী যোসেফ কমল রড্রিক্স, লোকসঙ্গীতের কণ্ঠশিল্পী অনিমা মুক্তি গমেজ, গীতিকার ও সুরকার লিটন অধিকারী রিন্টু, ধর্মীয় সঙ্গীতের গীতিকার উইলিয়াম অতুল কুলুন্তুনু।

সাহিত্য ও সংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য

নাট্যকার ও অভিনয় শিল্পী সুনীল পেরেরা, কবি ও ছোট গল্পকার ভিনসেন্ট খোকন কোড়ায়া, লেখক ও কলামিষ্ট সঞ্জীব দ্রং, লেখক ও গবেষক রঞ্জনা বিশ্বাস, নাট্য পরিচালক ও অভিনয় শিল্পী ইউজিন ভিনসেন্ট গমেজ।

সমাজসেবায় অবদানের জন্য

মিস এঞ্জেলা গমেজ

রাজনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য

স্বর্গীয় এডভোকেট প্রমোদ মানকিন, এমপি, স্বর্গীয় সিরিল সিকদার, উপাধ্যক্ষ রেমন্ড আরেং

ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য

মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও,সিএসসি, স্বর্গীয় বিশপ বার্নাবাস দ্বিজেন মন্ডল, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য, ফাদার জে.এস. পিসেতো সিএসসি, স্বর্গীয় ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি

মুক্তিযুদ্ধে অবদানের জন্য

স্বর্গীয় জর্জ দাশ, শহীদ ফাদার উইলিয়াম পি. ইভান্স সিএসসি, শহীদ মুক্তিযোদ্ধা আগষ্টিন পেরেরা

ব্যবস্যা-বাণিজ্যে অবদানের জন্য

স্বর্গীয় স্যামসন এইচ. চৌধুরী

সমবায় ক্ষেত্রে অবদানের জন্য

স্বর্গীয় ফাদার চালস্ জে ইয়াং, সিএসসি, স্বর্গীয় নাইট ভিনসেন্ট রড্রিক্স

সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের জন্য

মাই টিভির বার্তা সম্পাদক প্যাট্রিক ডি’ কস্তা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার নিখিল মানখিন

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য

ফুটবলার স্বর্গীয় মুক্তিযোদ্ধা চিং হ্লা মং চৌধুরী মারি, এ্যাথলেট স্বর্গীয় ডলি ক্রুশ, ফুটবলার রতন পিটার কোড়াইয়া, নারী ফুটবলার মারীয়া মান্দা

চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য

স্বর্গীয় ডা. বার্নাড বি নাথ, ডা. হেমন্ত ইগ্নেসিয়াস গমেজ, সিস্টার নিবেদিতা রিবেরু এসএমআরএ

জন প্রতিনিধিত্বের ক্ষেত্রে

জুয়েল আরেং এমপি, এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, ধোবাউড়া উপজেলার চেয়ারম্যান ডেবিড রানা চিসিম, ঘোড়াঘাট উপজেলার ভাইস-চেয়ারম্যান রুশিনা সরেন, মধুপুর উপজেলার ভাইস-চেয়ারম্যান জাস্টিনা নকরেক, কালিগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান শর্মিলা রোজারিও

সরকারি চাকুরী ক্ষেত্রে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. নমিতা হালদার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এদিন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা আর্চডায়োসিসের অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব মাহবুবউল আলম হানিফ এমপি, সাংসদ মেহের আফরোজ চুমকী, সাংসদ জুয়েল আরেং, সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ভাতিকান দূতাবাসের পক্ষে ন্যূন্সিনিয়র ফাদার আলভার্তো ইসুরিয়েতা ওয়াইসি, ব্যাপ্টিস্ট সংঘের পক্ষে জয়ন্ত অধিকারী, চার্চ অব বাংলাদেশের পক্ষে সৌরভ ফলিয়া, বৌদ্ধ ফেডারেশনের পক্ষে ভিক্ষু সদ্যানন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য উপাধক্ষ্য রেমন্ড আরেংসহ আরো অনেকে। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে সংগঠনটির শাখা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা যোগ দেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএ’র সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বিসিএ’র আইনবিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা ।

আরো পড়ুন:

ভেরোনিকা হত্যার প্রতিবাদে কালীগঞ্জের মঠবাড়ীতে মানববন্ধন

মা হত্যার বিচার চাইলেন তিনবোন: ভেরোনিকা হত্যাকান্ড

জমকালো আয়োজনে উদযাপিত হলো বিসিএ’র ৫০ বছর জুবিলি অনুষ্ঠান

জেনিফার মনিকা হত্যা মামলার আসামী হিমেল আটক