ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বড়াইগ্রামে সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হলো বিদ্যালয় ও শিক্ষক দিবস

বড়াইগ্রামে সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হলো বিদ্যালয় ও শিক্ষক দিবস

0
473

সম্প্রতি বড়াইগ্রামের বোর্নী সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হলো বিদ্যালয় ও শিক্ষক দিবস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. আবু রেজা আজাদ, সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী । এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আসমত আলী, সহকারী পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চল, ফাদার পল গমেজ সেক্রেটারী, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন রাজশাহী, সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সিস্টার মেবেল রোজারিও, প্রধান শিক্ষিকা, সেন্ট মেরীস প্রাথমিক বিদ্যালয়, ফাদার দিলীপ এস. কস্তা, সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি, সেন্ট রীটাস উচ্চ বিদালয়, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী / ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ/ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং জীতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর তিন পবিএ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন তিন জন শিক্ষক। প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায় শুভেচ্ছা বক্তব্যে অতিথিগণকে শুভেচ্ছা ও সুস্বাগতম জানান। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিদ্যালয়ের প্রতিপালক সাধু লুইসের ছবির মোড়ক উন্মোচন করার পর বিদ্যালয় সঙ্গীত পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। অতঃপর দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শিক্ষকমণ্ডলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে শিক্ষার্থীরা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার সুব্রত পিউরীফিকেশন শিক্ষকদের প্রতিজ্ঞা নবায়ন করান। অনুষ্ঠান সূচীর মধ্যে আরো ছিল কবিতা আবৃতি, নাচ, গান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ নাটিকা ‘প্রতিবেশী’।

ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার পল গমেজ ধর্মপ্রদেশের পক্ষে প্রধান অতিথি ও শিক্ষকগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শৃংখলা ও সৃজনশীলতা, শিক্ষকবৃন্দের পরিশ্রম ও প্রচেষ্টা এবং বিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিবেশের প্রশংসা করেন। তিনি এই আর্দশ অন্যান্য স্কুলও অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেন। এরপর প্রধান শিক্ষক ও সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং শিক্ষকমণ্ডলীকেও শিক্ষক দিবসে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরিশেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন। (বরেন্দ্র দূত)