ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রাম কাথিড্রাল গির্জার প্রতিপালিকা জপমালার রাণী মা মারীয়ার পর্ব

চট্টগ্রাম কাথিড্রাল গির্জার প্রতিপালিকা জপমালার রাণী মা মারীয়ার পর্ব

0
545

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

১১ অক্টোবর, (শুক্রবার) চট্টগ্রামের পাথরঘাটায় কাথিড্রাল গির্জার প্রতিপালিকা  জপমালার রাণী মা মারীয়ার পর্ব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়।

সকাল ৯টায় পর্বীয় মহাখ্রিষ্টযাগ উৎসর্গ করেন চট্টটগ্রামে আর্চবিশপ মজেস এম কস্তা সিএসসি।

খ্রিষ্টযাগের উপদেশে আর্চবিশপ বলেন, খ্রিষ্টমন্ডলীর বিশ্বাস প্রচারের ক্ষেত্রে  চট্টগ্রাম আর্চডায়োসিসের বিশেষ অবদান রয়েছে। এ আর্চডায়োসিসের রয়েছে বাণীপ্রচার ও বিশ্বাস বিস্তারের গৌরবময় ঐতিহ্য ও বিশ্বাসের কারণে ত্যাগস্বীকার ও আত্মত্যাগের মহান ইতিহাস। সবক্ষেত্রে আমাদের পরিচালনা করেছেন ধর্মপল্লীর প্রতিপালিকা জপমালার রাণী মা মারীয়া। তিনি প্রভুযীশুকে আধ্যাত্মিক পরিচালনা দিয়েছেন। মা মারীয়া সাধারণ নারী ছিলেন না, তিনি আমাদের ত্রাণকর্তার জননী ও ঈশ্বরের মনোনীত নারী।

খ্রীষ্টযাগের পরে পর্ব উপলক্ষে ছাপানো বিশেষ প্রার্থনা কার্ড আশীর্বাদ করা হয়। এরপর ভক্তজনের জপমালা প্রার্থনার মাধ্যমে শোভাযাত্রা করে মা মারীয়ার মূর্তি নিয়ে যাওয়া হয় সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। সেখানে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ করা হয়। বেলুন দিয়ে রোজারীমালার প্রতীক তৈরী করে আকাশে উড়িয়ে দেয়া হয়। 

প্যারিশের ভক্তগণের বয়স অনুসারে কয়েকটি দলে ভাগ করে খেলাধূলা প্রতিযোগিতার আয়োজন করা হয় পর্বদিনে। এরপর ধর্মপল্লীর বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।