ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
বাংলা : ১৯ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নিখোঁজ বাউল শিল্পী সুবাস রোজারিও’র ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে এসোসিয়েশনের প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিখোঁজ বাউল শিল্পী সুবাস রোজারিও’র ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে এসোসিয়েশনের প্রেসিডেন্টের সাক্ষাৎ

0
562

আজ আপরাহেৃ নাটোর জেলার বড়াইগ্রাম থানার অর্ন্তগত জোনাইল চামটা গ্রামের নিখোঁজ বাউল শিল্পী সুবাস রোজারিও’র ব্যাপারে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল,এমপি মহোদয়ের সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও।

তিনি গত ২৪ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে নিজবাড়ী জোনাইল চামটা গ্রাম থেকে ঢাকায় আসার পথে চাটমোহর রেল স্টেশন এলাকা থেকে নিখোঁজ সুভাস রোজারিও’র ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন। তিনি বলেন, খ্রিস্টান ও বাউল সম্প্রদায় তার ব্যাপরে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। অনেক দিন হয়ে গেছে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সাথে নেয়ার জন্য তিনি মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানান।

এ সময় মন্ত্রী মহোদয় বলেছেন, বিষয়টি আমার নলেজে রয়েছে। এ ব্যাপারে আমি পাবনার পুলিশ সুপারের সাথে কথাও বলেছিলাম। অতপর তিনি তাৎক্ষনিকভাবে পুনঃরায় পাবনা জেলার পুলিশ সুাপরের সাথে কথা বলেন এবং বলেন যতদ্রুত সম্ভব যেন বাউল শিল্পীকে খুঁজে বের করার পদক্ষেপ নেয়া হয়। এ ব্যাপারে আপনি নাটোর জেলার পুলিশ সুপারের সাথে কথা বলেন এবং বলেন তিনি যেন আমার সাথেও কথা বলেন। প্রেস বিজ্ঞাপ্তি