শিরোনাম :
নতুন সাধ্বী পেল ভারত কাথলিক মন্ডলী
ডেস্ক নিউজ:
পুণ্য পিতা পোপ ফ্রান্সিস ১৩ অক্টোবর কেরালার সিস্টার মারিয়াম থ্রেসিয়াসহ পাঁচজন নতুন সাধু-সাধ্বীর নাম ঘোষণা করেছেন। ‘ক্যানোনাইজ’ (স্বীকৃতি) দিয়েছেন। সাধ্বী ঘোষণা অনুষ্ঠানে দক্ষিণের কেরালার রাজ্য থেকে আগত বিদেশমন্ত্রীর মন্ত্রী (এমওএস) ভি মুরালি ধরন ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।
১৩ অক্টোবর সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে পবিত্র খ্রিষ্টযাগের সময় কার্ডিনাল জন হেনরি নিউম্যান, জিউসেপিনা ভ্যানিনি, ডুলস লোপস পন্টেস এবং মাকেব্রাইট বেসের সাথে বোন মারিয়ামকে সাধ্বী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভ্যাটিকানের মতে, সিস্টার মারিয়ারম “নিরাময় ও ভাববাণী উপহার সহ রহস্যমূলক অভিজ্ঞতা” ছিল। তিনি ১৮৭৬ সালে জন্মগ্রহণ করেন এবং অবিলা সেন্ট তেরেসার নামানুসারে কেরালার ত্রিসুর জেলার পবিত্র পরিবারের সিস্টার সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন।
তাঁর মধ্যস্থতায় প্রার্থনা কওে অনেক রোগী সুস্থ হওয়া ঘটনা ঘটেছে।
তিনি ১৮৭৬ সালের ২৬ এপ্রিল ক্যারেলার থ্রিছিরায় জন্মগ্রহন করেনর। তিনি ৯ এপ্রিল ২০০০ সনে পোপ দ্বিতীয় জন পলের মাধ্যমে ধন্য শ্রেণীভুক্ত হয়েছিলেন।