ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভেরোনিকা হত্যাকান্ডের ঘটনায় দুইজন আটক

ভেরোনিকা হত্যাকান্ডের ঘটনায় দুইজন আটক

0
2208

ডিসি নিউজ: ॥ কালীগঞ্জ

গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা গ্রামের ভেরোনিকা রোজারিওর হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ভেরোনিকার প্রতিবেশী রতন কোড়াইয়া (৪২) এবং স্থানীয় অটোরিক্সা চালক মিরাজুল ইসলাম (৪৫)।
আজ (১৬ অক্টোবর) কালীগঞ্জ থানার ওসি (অপারেশন থানা) এবং মামলার তদন্তকর্মকর্তা মুজাহিদুল ইসলাম ডিসিনিউজকে বলেন, ‘আমরা ৪ ও ৫ অক্টোবর পর্যায়ক্রমে রতন ও মিরাজুলকে গ্রেফতার করি। প্রধান আসামী করা হয়েছে রতনকে। তার নিকট হতে একটি কাপড়ে রক্ত মাখা চাকু পাওয়া গেছে এবং তিনি একজন মাদকাসক্ত। তিনি ভেরোনিকার ছোট মেয়েকে উত্যক্ত করতেন, কোন একসময় বিয়ে করতে চাইতেন। তিনি হত্যাকারী হতে পারেন। অপরদিকে মিরাজুলের নিকট হতে ভেরোনিকার খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। মিরাজুল জানিয়েছেন তিনি একজন অপরিচিত ব্যক্তির নিকট হতে মোবাইলটি ৮০০ টাকায় কিনেছেন।

অভিযুক্ত রতন কোড়াইয়া উলুখোলা গ্রামের কিরণ কোড়াইয়া ও সবিতা কোড়াইয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন ও মিরাজুল হত্যাকান্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে আজ দুইজনকে দুইদিনের রিমান্ডে দেওয়া হবে। তখন আরো বিস্তারিত জানা যাবে বলে মনে করছেন ওসি মুজাহিদুল ইসলাম।
ওসি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশাবাদি, দ্রুত ভোরোনিকা রোজারিওর হত্যাকান্ডের সব কিছু সামনে নিয়ে আসতে পাবরো।’
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর মিশনারী স্কুলের দপ্তরি ভেরোনিকা নৃশংসভাবে হত্যান্ডের শিকার হন। এই ঘটনায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ জানায়। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।