শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন রোজারিওর পিতার পরলোকগমন
ডিসি নিউজ:
ঢাকা ক্রেডিটের ‘ক্রেডিট কমিটি’র চেয়ারম্যান সলোমন আই রোজারিও’র পিতা জেমস রোজারিও ১৭ অক্টোবর দুপুর পৌনে ৩টায় স্ট্রোক করে হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আজ (১৮ অক্টোবর) দুপুর ১২টায় তেজগাঁও গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিষ্টযাগের পর তেজগাঁও ধর্মপল্লীর কবরস্থানে জেমস রোজারিওকে সমাহিত করা হয়। প্রায় তিনশ খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।
জেমস রোজারিও জন্ম সূত্রে ঢাকার বেগুনবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বেগুন বাড়িতে ১৯৩১ সালের ১০ জুন জন্ম গ্রহণ করেছিলেন। জেমস গাজীপুরের নাগরী ধর্মপল্লীর পানজোড়া গ্রামের রোজ বার্ণাড রোজারিওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জেমস- রোজ দম্পতির কোল জুড়ে আসে ছয় ছেলে এবং দুই মেয়ে।
বর্তমানে ছয় ছেলে এবং দুই মেয়ে সবাই সুখি পরিবার গঠন করেছে এবং সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে।
জেসম বাল্যকালে মঞ্চ নাটক, যাত্রা, পালাগান ইত্যাদি করতে বেশ পছন্দ করেতেন। মানুষ হিসেবে খুবই সাধারণ জীবন-যাপন করেছেন। তার মধ্যে ছিল না কোন উচ্চ বিলাসী মনোভাব। তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে সাধারণ জীবন যাপন করে গেছেন।
মৃতকালে তিনি রেখে গেছেন স্ত্রী রোজ বার্ণাড এবং ছয় ছেলে, দুই মেয়ে এবং নাতী-নাততী ও অসংখ্যা গুণগ্রাহী।
জেমস রোজারিওর সমাধীতে ঢাকা ক্রেডিট পরিবারের পক্ষে সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, প্রতাপ আগষ্টিন গমেজ, আলবার্ট আশিস বিশ^াস, ক্রেডিট কমিটির সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, অন্তর মানখিন এবং সুপারভাইজরি কমিটির সদস্য অঞ্জন বাড়ৈসহ ঢাকা ক্রেডিটের কর্মীগণ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।