শিরোনাম :
অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের ওপর দুই দিনের কর্মশালা
ঢাকা ক্রেডিটের কর্মীদের নিয়ে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের ওপর দুই দিনের (২১ ও ২২ মে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে।
ঢাকা ক্রেডিট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বিকে গুড কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করে। ঢাকা ক্রেডিটের ৫০ জন কর্মী এ কর্মশালায় যোগ দেন।
কর্মশালায় অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের ওপর আলোচনা করেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তেজগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা ফয়সালুর রহমান এ কর্মশালা পরিচালনা করেন।
অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় যানমালের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা কী হতে পারে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করেন তারা।
কর্মশালায় অগ্নিকান্ড ও অগ্নিনির্বাপন যন্ত্রের ধরন ও ব্যবহার, প্রাথমিক চিকিৎসা এবং ভূমিকম্প ও এর উৎপত্তি এবং করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনা, শিক্ষা এবং ট্রেনিং দেওয়া হয়।
বটমলী হোমস্ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে অগ্নিকান্ড নির্বাপনের ওপর বিশেষ মহড়ার আয়োজন করে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী অফিসার খৃষ্টফার লিন্টু গমেজসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবি/আরপি/ ২৩ মে, ২০১৭