ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অতি সমারোহে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের প্রতিপালকের পর্ব পালন

অতি সমারোহে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের প্রতিপালকের পর্ব পালন

0
656

দিনাজপুরের একমাত্র খ্রিস্টান সেন্ট ভিনসেন্ট হাসপাতাল এর আয়োজনে ২৭ সেপ্টম্বর মহা সমারেহে হাসপাতালের প্রতিপালক সাধু ভিনসেন্ট দ্যা পলের পর্ব উদযাপিত হয়েছে।

‘সাহস, অধ্যবসায় এবং সহযোগীতা দিয়ে দরিদ্রদের সেবায় নিজেদের নিবেদিত কর’ সাধু ভিনসেন্ট এর এই উক্তিকে প্রতিপাদ্য করে এ বছর পর্বটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি দিনাজপুরের কসবায় অবস্থিত হাসপাতালটিতে দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ঘটিকায় পর্বীয় পবিত্র খ্রিস্টযাগ উৎস্বর্গ করেন দিনাজপুর এর প্রদেশপাল বিশপ সেবাস্টিয়ান টুডু।খ্রিস্টযাগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও হাসপাতালের ডাক্তার, সিস্টার, নার্স ও রোগীরাও অংশগ্রহন করে। বিশপ মহোদয় আহ্বান জানান “সাধু ভিনসেন্ট এর জীবন আদর্শে জীবন যাপন ও নিঃস্বার্থ ভাবে দরিদ্রদের সেবায় এগিয়ে যেতে হবে।” তারপর সকাল ১১ ঘটিকায় নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়।

বিকাল ৪ ঘটিকায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয় এবং খেলাধূলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত প্রতিষ্ঠানের চিকিৎসকগন ডা. কালিস্তুষ সরেন, সিস্টার সান্দ্রা, এসসি ও সিস্টার অলিম্পিয়া ধুনি, সিআইসি।পর্বদিনটিকে আরো আনন্দময় করতে পরিশেষে একটি লোটারী ড্র অনুষ্ঠিত হয়।

আরবি.অলি. ২৯ সেপ্টেম্বর ২০১৮