শিরোনাম :
অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ পরলোকে : শোক প্রকাশ করেছেন খ্রিষ্টান নেতৃবৃন্দ
নটর ডেম কলেজের সাবেক অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন খ্রিষ্টান নেতৃবৃন্দ। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের দপ্তর সচিব স্বপন রোজারিও’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই শোকবার্তা জানান।
গতকাল সন্ধ্যা ৭ টায় মনিপুরীপাড়ায় নিজ বাসভবনে পরলোক গমন করেন অধ্যাপক মানিক গোমেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বৎসর।
দীর্ঘদিন তিনি পেটে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এবং দেশের সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়াও তিনি ঢাকা ও ন্যাশনাল ওয়াইএমসিএ এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নটর ডেম কলেজে তিনি ৩৫ বছর অধ্যাপনা করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা উল্লেখ করেন, অধ্যাপক মানিক স্যারের মৃত্যুতে খ্রীষ্টান সমাজ একজন আদর্শবান নেতা ও অভিভাবককে হারিয়েছে। তাঁরা অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আজ বিকাল ৩ টায় তেজগাঁও হলি রোজারি চার্চে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে চার্চ সংলগ্ন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
আরবি/আরপি/ ২৪ জুন, ২০১৭