ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ...

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

0
419

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এতে নেতৃত্ব দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এর আগে শনিবার (০৩ মার্চ) জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

সমাবেশে মানবাধিকার কর্মী খুশি কবির বলেন “ধর্মের নামে যে আক্রমন করা হয়েছে এরজন্য আমরা পিছপা হব না। আমরা আমাদের মুক্ত চিন্তার আন্দোলন চালিয়ে যবো।” এছাড়াও তিনি শিক্ষা ব্যবস্থার ব্যপারে প্রশ্ন তুলে বলেন ”দেশে একমুখি শিক্ষা ব্যবস্থা থাকতে হবে।”

পরে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা, মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি’ এবং ‘হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের কর’ লেখা সংবলিত ব্যানার শোভা পায়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে পরীবাগ মোড় ঘুরে ফের শাহবাগে এসে সমাবেশে মিলিত হয়েছে।

জাফর ইকবালের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সরকারেরর কাছে আহবান জানিয়ে বলেন “আগামি ২৪ ঘন্টার মধ্যে যে অপরাধিকে ধরা হয়েছে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হোক” তিনি প্রশ্ন তুলে বলেন জনগনকে জানার সুযোগ দিন এই সন্ত্রাসি, কি তার রাজনৈতিক পরিচয়, তার পেছনে কারা আছে, তার মূল হোতা কারা, তার পরিকল্পনাকারী কারা। তিনি আরও বলেন আমরা চাইনা এ দেশ জঙ্গিবাদের আস্তানা হোক।

সমাবেশ শেষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে, ৬ মার্চ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টায় মানববন্ধন ও ৮ মার্চ সব জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ। ৮ মার্চ গণজাগরণ মঞ্চও শাহবাগে এ কর্মসূচি পালন করবে।