শিরোনাম :
অনলাইনে ঢাকা ক্রেডিটের সমবায় বাজারের কেনাকাটা
ডিসিনিউিজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের সদস্য বা যেকেউ এখন অনলাইনে ঢাকা ক্রেডিটের সমবায় বাজার থেকে কেনাকাটা করতে পারছেন। আজ (২২ জুলাই) থেকে গ্রাহকরা বিভিন্ন পণ্য যেমন চাউল, ডাল, আটা, তেল, কসমেটিকসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন।
ঢাকা ক্রেডিট পরিচালিত সমবায় বাজার থেকে অনলাইনে পণ্য কিনতে গ্রাহককে মোবাইলের প্লে স্টোর থেকে Samabay Bazar অ্যাপ ডাউনলোড করতে হবে। এই করোনা মহামারিতে বাজারে না গিয়ে সমবায় বাজার অ্যাপ থেকেই ঘরে বসে গ্রাহকরা কেনাকাটা করছেন। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ক্রেতা এই সময়ে অনলাইনে কেনাকাটা করছেন বলে জানিয়েছে সমবায় বাজারে কর্মরত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
সমবায় বাজারের একজন গ্রাহক ডিসিনিউজকে বলেন, ‘আমি ঘরে বসে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, আলু ইত্যাদি অর্ডার করেছি। একদিনের মধ্যে আমাকে সব পণ্য বাসায় এনে সরবরাহ করেছে। এতে আমি খুবই খুশি। করোনা মহামারিতে আমি বাইরে না গিয়ে নিরাপদ পণ্য পেয়ে যাচ্ছি।’ সেবার এই ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে তিনি ধন্যবাদ জানান।
ওই গ্রাহক জানান, অনলাইনে সংসারের মাসিক পণ্য খরিদ করাতে তাঁর ভিড়বাট্টায় বাজার করতে যাওয়ার খরচ যেমন লাগেনি, তেমনি সময়ও বাঁচে। তাই তিনি তাঁর অন্য আত্মীয়-স্বজনদেরও ঢাকা ক্রেডিটের অ্যাপ Samabay Bazar থেকে বাজার করার পরামর্শ দিয়েছেন।
সমবায় বাজারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমবায় বাজার থেকে পণ্য অর্ডার করা হলে দ্রুততম সময়ের মধ্যে পণ্য বাসায় পৌঁছে দেওয়া হয়। তবে বর্তমানে ঢাকা ক্রেডিটের কর্ম এলাকায় অনলাইনে অর্ডারকৃত পণ্যগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।
কোনো গ্রাহক ১,০০০ টাকার নিচে পণ্য ক্রয় করলে, তাঁকে ৭০ টাকা ডেলিভারি চার্জ, ২,০০০ টাকার মধ্যে পণ্য ক্রয় করলে, তাঁকে ৫০ টাকা ডেলিভারি চার্জ, এবং ৩,০০০ টাকার উর্ধ্বে পণ্য ক্রয় করলে ফ্রি পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে বলে জানান বাজারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
ক্রেডিট কার্ডে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্রেতারা পণ্যের মূল্য পরিশোধ করতে পারছেন।
আরো ছবি
[wp1s id=”13274″]