ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনলাইন টেলেন্ট শো’র বিজয়ীদের পুরস্কার প্রদান

অনলাইন টেলেন্ট শো’র বিজয়ীদের পুরস্কার প্রদান

0
317

ডিসিনিউজ ।। ঢাকা

ইউরোপ বাংলাদেশ খ্রিষ্টান এলায়েন্স আয়োজিত অনলাইন টেলেন্ট শো’র বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে আয়োজক সংগঠনটি।

১৮ ফেব্রুয়ারি, ঢাকার ফার্মগেটে চার্চ কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বিল্পব জেমস ক্রুজের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ড. সিস্টার গ্লোরিয়া রোজারিও, সংগীতশিল্পী শেখর গমেজ প্রমুখ।

ইউরোপ বাংলাদেশ খ্রিষ্টান এলায়েন্স আয়োজিত অনলাইন টেলেন্ট শো’র বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে আয়োজক সংগঠনটি।

এ সময় বক্তরা সংগঠনটির উদ্যোগের প্রশংসা করেন এবং আরো যুগপোযোগি উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। তারা বলেন, ‘আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা পুরস্কার নিবে, তারা যেমন উৎসাহীত হচ্ছে, তাদের দেখে অন্যরাও উৎসাহীত হয়ে সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসবে। আজ যারা বিজয়ীরা পুরস্কার নিতে এসেছো, সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সাথে আগামীর দিন তোমাদের আরো উজ্জ্বল হোক, এই কামনা করি।’

এ দিন আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়। বক্তব্য শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান এবং এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।