ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হচ্ছে কাককো লি:-এর ওপেন ফোরাম ও বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠিত হচ্ছে কাককো লি:-এর ওপেন ফোরাম ও বার্ষিক সাধারণ সভা

0
406

ডিসিনিউজ ।। কক্সবাজার

শুরু হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিমিটেডের চতুর্থ ওপেন ফোরাম ও ১১তম বার্ষিক সাধারণ সভা।

২৯-৩০ এপ্রিল পর্যন্ত কক্সবাজারের হোটেল সী প্যালেসে ‘বর্তমান সমবায় প্রেক্ষাপট ও সমবায়ীদের ভাবনা’ শীর্ষক মূলসুর নিয়ে এই ওপেন ফোরাম ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

২৯ এপ্রিল সকাল ১০টায় কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও’র সভাপতিত্বে চট্টগ্রাম সমবায় বিভাগের যুগ্মনিবন্ধক আশীষ কুমার বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওপেন ফোরামের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি. রিবেরু, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো’র চ্যাপলেইন ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি প্রমুখ।

এছাড়াও কাককো’র সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফকেশনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ট্রেজারার প্রদীপ সরকার, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, কাককো’র সদস্য সমিতির প্রতিনিধিবৃন্দসহ আরো অনেকে।

ফোরামে বক্তারা সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমানে সমবায় সমিতির বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয়, সমিতির ঋণখেলাপী রোধ, আদর্শ সমবায়ী গড়ে তোলার কৌশল, সমবায় সমিতির অবস্থান ও বিনিয়োগসহ সমবায়ী সমিতিগুলোর যৌথ উদ্যোগ নিয়ে বক্তারা আলোচনা করেন।

সকালে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, সমবায় ও কাককো’র পতাকা উত্তোলনের মাধ্যমে ওপেন ফোরাম ও বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। কাককো’র উক্ত অনুষ্ঠানসূচি ৩০ এপ্রিল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে।

উল্লেখ, ১ মে, ২০০৭ খ্রিষ্টাব্দ ‘শক্তিশালী সমবায় আন্দোলনের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল খ্রিষ্টান সমাজ’ বিনিমার্ণে প্রতিষ্ঠিত হয় দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:। সেই লক্ষ্য নিয়েই ১৫ বছর ধরে কাক্কো তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কাক্কো হয়ে উঠেছে খ্রিষ্টান সমবায় সমিতিগুলোর অভিভাবক সমিতি। বর্তমানে ৪২টি সদস্য সমিতি ও একটি সহযোগী সমিতি নিয়ে সমগ্র ঢাকা বিভাগে কার্যক্রম পরিচালনা করলেও আরো তিনটি বিভাগ ময়মনসিংহ, সিলেট ও রাজশাহীতে কার্যক্রম বিস্তৃত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মূলধন রয়েছে ২২ কোটি টাকারও বেশি। শুরুতেই ঢাকা ক্রেডিট-এর প্রধান কার্যালয়ে এবং পরবর্তীতে অস্থায়ী কার্যালয় হিসেবে ঢাকা ক্রেডিট-এর সাধনপাড়া সেবা কেন্দ্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। কাক্কো’র কার্যক্রমের কলেবর বৃদ্ধিতে নিজস্ব স্থায়ী কার্যালয় হিসেবে ৭৪/১, মনিপুরীপাড়ায় একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে এবং ১ জানুয়ারী, ২০২২ খ্রিষ্টাব্দ থেকে সেখানে পুরোদমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কাককো প্রতিষ্ঠার অন্যতম একটি উদ্দেশ্য ছিল ঋণখেলাপী প্রতিরোধের বিষয়ে কার্যকরী ভ‚মিকা রাখা। তারই ধারাবাহিকতায় ‘কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম’ কার্যক্রম অনলাইনের মাধ্যমে চলমান রেখেছে যা সদস্য সমিতিসমূহের খেলাপী ঋণ প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা রাখছে।