ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ক্রেডিটের ৬২তম বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ক্রেডিটের ৬২তম বার্ষিক সাধারণ সভা

0
159

ডিসিনিউজ ।। ঢাকা

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬২তম বার্ষিক সাধারণ সভা।

আজ সকাল ১০টায় তেজগাঁওয়ের বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সদস্যদের উপস্থিতি কোরামপূর্তি ঘোষণা করে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বার্ষিক সাধারণ সভা শুরু করেন।

সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক রিয়াজুল কবীর, উপ-নিবন্ধক (প্রশাসন) মোছাঃ নূর-ই- জান্নাত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও।

প্রথমেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায় পতাকা এবং ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা। এরপর অতিথিদের ফুলের শুভেচ্ছা, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে।