শিরোনাম :
অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় ধর্মতাত্ত্বিক সেমিনার
ডিসিনিউজ।। ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় ধর্মতাত্ত্বিক সেমিনার।
মূলসুর হচ্ছে – “প্রাসঙ্গিক ধর্মতত্বের বিকাশের দিকে বাংলাদেশ”। দ্যা এপিসকপাল কমিশন ফর থিওলজিকাল কনসার্ন (ইসিটিসি) -এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার।
প্রথমে প্রার্থনা এবং পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে সেমিনারের প্রথম দিনের অধিবেশন শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ এবং দ্যা এপিসকপাল কমিশন ফর থিওলজিকাল কনসার্ন (ইসিটিসি) -এর চেয়ারম্যান বিশপ জের্ভাস রোজারিও।
এরপর “প্রাসঙ্গিক ধর্মতত্বের বিকাশের দিকে বাংলাদেশ” -এই বিষয়ের উপর সেমিনার পরিচালনা করছেন রেভা. ফাদার বিমল তিরিমান্না। সেমিনারে ঢাকা ক্রেডিটের পক্ষে অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। সেমিনারে আরো অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মপ্রদেশের ফাদার, সিস্টার, সেমিনারিয়ানগণ এবং খিস্টান বিভিন্ন সমিতির কর্মকর্তাগণ।
জানুয়ারি ২৬, ২৭, ২৮ এই তিনদিন অনুষ্ঠিত হবে এই সেমিনার।