ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক অনুষ্ঠিত হলো আকু’র ৪২তম বার্ষিক সাধারণ সভা ও ওপেন ফোরাম

অনুষ্ঠিত হলো আকু’র ৪২তম বার্ষিক সাধারণ সভা ও ওপেন ফোরাম

0
499

ডিসিনিউজ ।। ডেক্স

নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস্ (আকু) -এর ৪২তম বার্ষিক সাধারণ।

১৭ সেপ্টেম্বর এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৪-১৬ সেপ্টেম্বর আকু’র এশিয়ান ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২৩ অনুষ্ঠিত হয়।

এই প্রথমবারের মতো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লি: আকুর বার্ষিক সাধারণ সভা এবং ওপেন ফোরামে যোগ দেয়। কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, প্রধান নির্বাহী অফিসার ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন এতে অংশ নেয়। এ ছাড়াও কালব’র চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনও আকু’র ওপেন ফোরাম এবং বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

অপর দিকে বাংলাদেশের সর্বোবৃহৎ সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ এবং সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ এতে অংশ নেয়।

১৭ সেপ্টেম্বর, আকু’র ৪২তম বার্ষিক সাধারণ সভায় দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ-কে আনুষ্ঠানিকভাবে এফিলিয়েটেড মেম্বারশিপ প্রদান করা হয়েছে। এদিন আকু’র মাননীয় প্রেসিডেন্ট কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা’র হাতে আকু’র পতাকা তুলে দেন এবং ব্যাজ পড়িয়ে দেন।