ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ সমবায় সমিতির ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব

অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ সমবায় সমিতির ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব

0
217

ডিসিনিউজ ।। ঢাকা

উত্তরবঙ্গ খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি:-এর ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব পালন করা হলো মহাসমারহে।

৩ জুন ঢাকার মতিঝিলে নটর ডেম কলেজে দিনব্যাপী জুবিলি উৎসবের এই আয়োজন করা হয়। সমিতির চেয়ারম্যান তার্সিসিউস পালমার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন রাজশাহীর বিশপ জেভার্স রোজারিও ডিডি। এ ছাড়াও উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মট্স’র পরিচালক ডমিনিক দিলু পিরিছ, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য পিটার গমেজসহ উত্তরবঙ্গ সমিতির উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

জুবিলি অনুষ্ঠান উপলক্ষে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, সমবায় ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ জুবিলি অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ দিন অতিথিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। জুবিলি উৎসবকে কেন্দ্র করে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।