শিরোনাম :
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের যুব উৎসব-২০২২
ডিসিনিউজ।। ঢাকা
খ্রিষ্টান সমাজের হাজারো যুবাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের যুব উৎসব-২০২২। ‘আওয়াজ তোল, তোল ঝঙ্কার: যুবপ্রাণ আমাদের অহংকার’ মূলসুর নিয়ে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং অন্যান্য অতিথিরা বেলুন ফুটানোর মাধ্যমে এই যুব উৎসবের শুভ উদ্বোধন করেন।
২৪ সেপ্টেম্বর, তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের যুব-কমিটির উদ্যোগে এই যুব উৎসবের আয়োজন করা হয়।
যুব সমন্বয়কারী প্রিয়ন্ত সি. কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, রমনা কাথিড্রাল চার্চের পাল-পুরোহিত শিমন প্যাট্রিক গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বুয়েটের প্রফেসর ড. ক্যাথরিন ডি. গমেজ, হিলিং হার্ট কাউন্সিলিং ইউনিটের পরিচালক সিস্টার গ্লোরিয়া রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, ন্যায় সত্য সুন্দর দলের সচিব নিপুন সাংমাসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং হাজারো যুবক-যুবতী।
অনুষ্ঠানের ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ক্যারিয়ার নিয়ে আজকের যে আলোচনা, তার মধ্যে আমি একটা কথাই বলবো, তোমরা যে যা হতে চাও, তাই হও। তার জন্যই চেষ্টা করো এবং প্রস্তুত হও। তোমরা কি চাও, তা আজ থেকে চেষ্টা শুরু করো। এখন থেকে প্রস্তুতি নেও, তাহলে স্বপ্ন জয়ের কোনো বাধাই থাকবে না। শেষে একটা কথাই বলবো, সকলে এক সাথে এগিয়ে যাও।’
অন্যান্য বক্তাগণ বলেন, ‘যুবারা হলো সমাজের প্রাণ। ভবিষ্যৎ নেতৃত্ব যুবারাই দিবে। তাই নিজেকে যোগ্য করে তুলতে হবে। ক্যারিয়ার এবং সমাজের নেতৃত্বদান এক দিনে হয় না। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে হয়। তাই তোমরা এখন থেকেই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো। আজকের যুবাদের সকল প্রকার সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
এ দিন ফাদার শিমন প্যাট্রিক- বাইবেলের আলোকে যুবক-যুবতীদের সঠিক পথ নির্দেশনা, সিস্টার গ্লোরিয়া রোজারিও- মেন্টাল হেল্থ ও পাওয়ার অব পজেটিভ থিংকিং, লিটন টমাস রোজারিও- আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাথে যুবকদের কার্যকরী সম্পর্ক, বিডি জবস্-এর ইভেন্ট প্রোগ্রাম এজিএম আলী ফিরোজ- পেশা নির্বাচনের প্রস্তুতি বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এ ছাড়াও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি পংকজ গিলবার্ট কস্তা, নির্মল রোজারিও, বাবু মার্কুজ গমেজ ও ড. ক্যাথরিন ডি’ গমেজ ঢাকা ক্রেডিটের এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের নেতৃত্বে সহভাগিতা ও মতবিনিময় করেন। এ সময় তারা নিজেদের প্রতিষ্ঠত হওয়ার গল্প সহভাগিতা এবং যুবাদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
শেষে সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া যুব দিবসের সারসংক্ষেপ তুলে ধরেন।
এ দিন যুবারা কনসার্ট ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।