ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত কর্মকর্তাদের অরিয়েন্টেশন অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত কর্মকর্তাদের অরিয়েন্টেশন অনুষ্ঠান

0
511

ডিসিনিউজ।।কালীগঞ্জ

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ শনিবার ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত কর্মকর্তাদের অরিয়েন্টেশন অনুষ্ঠান।

সকাল ১০ ঘটিকায় ঢাকা ক্রেডিটের এডিসিইও শীরেন সিলভেস্টার গমেজের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও ঢাকা ক্রেডিটের বিশদ ওভারভিউ সকলের সামনে তুলে ধরেন। এরপর ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও ক্রেডিট ইউনিয়ন মুভমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ গুড গভর্নেস (কর্মকর্তাদের আচরনবিধি, নেতৃত্ব, আইন বিধি প্রতিপালন, জবাবদিহিতা ও কর্মীদের সাথে সম্পর্ক) নিয়ে বিস্তারিত আলোচনা করেন সকলের উদ্দেশ্যে। দুপুরের আহারের পর দলীয় আলোচনা পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। সমবায় আইন ও বিধিমালা এবং উপ-আইন সম্পর্কে আলোচনা করেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। প্যানেল ডিসকাশন পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং এর ধন্যবাদ জ্ঞাপন এবং ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ষ্টেলা হাজরার প্রার্থনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত হয়। সম্পূর্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মি. মাইকেল জন গমেজ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মি. মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর ষ্টেলা হাজরা, সুব্রত রিচার্ড রোজারিও, মনোজ ক্লেমেন্ট গমেজ, প্রত্যেশ রাংসা, ডন এ. অধিকারী, শিপন রোজারিও, নিরাপদ হালদার, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সুমন জেমস্ ডি’কস্তা, সেক্রেটারি সুহৃদ গমেজ সদস্য মারিয়া ডি’কুনা, পংকজ লরেন্স কস্তা, মলয় নাথ। আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, এডিসিইও শীরেন সিলভেস্টার গমেজে, ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও স্বপন রোজারিও, অফিসার তপন গমেজ।