শিরোনাম :
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের ১৪তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ কোর্স
ডিসিনিউজ।।ঢাকা
‘সেবাই ধর্ম: নিজে প্রশিক্ষিত হোন, অন্যকে নিরাপদ রাখুন’ স্লোগান নিয়ে সমাপ্ত হলো ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের ১৪তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ কোর্স। ১৩ মে থেকে ১৮ মে মাদার তেরেসা ভবন, তেজগাঁও চার্চ কমপ্লেক্স -এ অনুষ্ঠিত হয় ছয় দিন ব্যাপী ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের ১৪তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ কোর্স।
এই প্রশিক্ষণে ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের মোট ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের চীফ অফিসার জোনাস গমেজ, ঢাকা ক্রেডিট এবং ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের অনান্য কর্মীবৃন্দ।
এ দিন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণার্থীরা গার্ড অব অনার প্রদান করেন অতিথিবৃন্দদের। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ দেন প্রকল্প পরিচালক ম্যানুয়েল ডি’ প্যারেস।
বর্তমানে প্রায় ২৫০ জন নিরাপত্তাকর্মী এই প্রকল্পে কাজ করছেন। ঢাকা ক্রেডিটের চাহিদা মিটিয়ে বর্তমানে এই প্রকল্পের নিরাপত্তা কর্মীগণ তমা গ্রুপ, হাউজিং সোসাইটি, সুইচ টেক্স, বনানী সেমিনারী, ওয়াইএমসিএসহ দেশের ২৫টি কোম্পানিতে বা প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে সুনাম ও দক্ষতার সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ঢাকা ক্রেডিট এই প্রকল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে।