শিরোনাম :
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের কর্মীদের প্রথম ধাপের মূল্যায়ন পরীক্ষা
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের কর্মীদের প্রথম ধাপের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ২০২০-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন সকাল ৯টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ বিভিন্ন সেবাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কর্মী মূল্যায়ন পরীক্ষার বিষয়ে প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘মূলত ঢাকা ক্রেডিটের কর্মীদের কর্মদক্ষতা উন্নয়ন, কর্মীদের সেবা হালনাগাদকরণ ও তাঁদের আরও বেশি চৌকস করে তোলার জন্যই প্রতি বছর এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।’
‘এ ছাড়াও আরও একটি বিষয়ে ঢাকা ক্রেডিট জোর দেয়, তা হলো কর্মীদের পড়াশোনার চর্চা করার অনুপ্রেরণা। পরীক্ষার কারণে প্রতিজন কর্মী নিয়মিত পড়াশোনা করেন। তাছাড়া প্রতিষ্ঠানের খুঁটিনাটি বিষয়গুলোও তাঁরা জেনে রাখেন। ঢাকা ক্রেডিটের মূলনীতির সাথে সম্পর্কিত আদর্শ সদস্য গড়ে তোলার জন্যও কর্মীদের নিয়মিত পড়াশোনার চর্চা করা প্রয়োজন। তাই মূল্যায়ন পরীক্ষা ঢাকা ক্রেডিটের কর্মীদের কর্মদক্ষ করে গড়ে তোলার একটি অনুষঙ্গ,’ বলেন সিইও লিটন টমাস রোজারিও।
ঢাকা ক্রেডিটের বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন। ৪৩ হাজার সদস্যের সমিতির মূলধন প্রায় ৯শ কোটি টাকা এবং কর্মী সংখ্যা প্রায় ৬শতেরও অধিক। প্রোডাক্ট, সেবা ও প্রকল্প রয়েছে ৮৫টি। এই বিশাল কর্মযজ্ঞের প্রতিষ্ঠানকে সুচারুভাবে পরিচালনা ও সামনের দিকে এগিয়ে নিতে ঢাকা ক্রেডিট যেমন নিয়মিত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে, তেমনি প্রতি বছর আয়োজন করে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা। এতে করে সমিতির কার্যক্রম আরও সুন্দর ও সাবলীলভাবে এগিয়ে চলে।
পরবর্তীতে অনুষ্ঠিত হবে ধাপের মূল্যায়ন পরীক্ষা।