ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি:-এর সাধারণ নির্বাচন

অনুষ্ঠিত হলো ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি:-এর সাধারণ নির্বাচন

0
520

ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির লি:-এর অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছে প্রদীপ, নিত্য, বিনয়, ডানিয়েল প্যানেল।

শুক্রবার, ১৪ সেপ্টম্বর বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষতার বিষয়ে সুমা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সুন্দরভাবে ভোট প্রদান করতে পেরেছেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এছাড়া কোনো ধরনের বিশৃঙ্খলাও হয়নি।’

কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে। এই নির্বাচন সমিতির উন্নয়নের জন্য সদস্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে। নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ চেষ্টা করেছে কিস্তু তাদের চেষ্টা ব্যার্থ হয়েছে। কোনো সমস্যা ছাড়াই জনগণ শান্তিতে ভোট প্রদান করেছে।’

‘কোন প্রকার সমস্যা ছাড়াই খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। জনগণ প্রত্যক্ষভাবে তাদের ভোট প্রদান করেছে। এই নির্বাচন প্রত্যক্ষভাবে না হওয়ার জন্য একটি মহল ষড়যন্ত্র করেছে কিন্তু পারেনি’ একথা বলেন সমিতির প্রাক্তন সভাপতি সুরেন আলবার্ট মন্ডল।

নির্বাচনী স্থানে যথেষ্ঠ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।