ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক ও ঢাকা ক্রেডিটের শিক্ষা...

অনুষ্ঠিত হলো ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক ও ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার

0
387

ডিসিনিউজ ॥ ঢাকা

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক সেমিনার এবং ঢাকা ক্রেডিটের আয়োজনে প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে বিকে গুড কনফারেন্স হলে।

২৫ অক্টোবর বিকাল ৪টায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ফাউন্ডেশনের সেক্রেটারি ও ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা  লিটন টমাস রোজারিও’র উপস্থিতিতে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও স্বপন রোজারিওসহ আরও অনেকে।

প্রি-মেম্বাশীপ ক্লাসে আলোচনা করেন মার্কেটিং ম্যানেজার স্ট্যানিসলাউস সোহেল রোজারিও এবং এমসিএস বিভাগের সহকারী-ম্যানেজার ইনচার্জ শিল্পী দেশাই।

স্বাস্থ্য বিষয়ক ও শিক্ষা সেমিনারে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ফাদার ইয়াং আর্থসামাজিক উন্নয়নের জন্য ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের যেন দুর্দশা দূর হয়। এই উদ্দেশেই ফাদার ইয়াংকে স্মরণীয় করে রাখতে আমরা তাঁর নামে ফাউন্ডেশন করেছি। এই করোনা অতিমারিতে আমরা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছি। এই ফাউন্ডেশনের উদ্দেশ্যই হচ্ছে অসহায় দুস্থদের সহযোগিতা করা। এ ছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গবেষণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবো।’

এ ছাড়াও তিনি নতুন সদস্যপদ প্রত্যাশিদের বলেন, ‘ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত হওয়া একটি গর্বের বিষয়। আপনারা এখান থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করবেন এবং সমিতির প্রতি দায়িত্বগুলোও সঠিকভাবে পালন করবেন। আমরা চাই ঢাকা ক্রেডিটে আদর্শ মেম্বার। সকলের প্রচেষ্ঠায় আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারবো।’

স্বাস্থ্য বিষয়ক ও শিক্ষা সেমিনারে ফাউন্ডেশনের ও ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা সেক্রেটারি লিটন টমাস রোজারিও বলেন, ‘ঢাকা ক্রেডিট আর্তমানবতার সেবার নিমিত্তে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। ঢাকা ক্রেডিট সদস্যদের আমানত সংগ্রহ করে আর্থিক মুক্তির জন্য কাজ করে। ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা চার্লস জে. ইয়াং চেয়েছিলেন মানুষের আর্থিক মুক্তিসহ আর্থসামাজিক উন্নয়ন। তাই বিগত বোর্ড ফাদার ইয়াং-এর স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং তাঁকে স্মরণীয় করে রাখতে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে সেবার কাজ চলমান থাকবে।’

তিনি ঢাকা ক্রেডিটের সদস্য হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা আজ একটি বিশাল প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন। আপনাদের যেমন সুযোগ-সুবিধায় রয়েছে, তেমনি দায়বদ্ধতাও রয়েছে। আপনার আপনাদের লক্ষ্য ঠিক রেখে উন্নয়ন করবেন।

প্রি-মেম্বারশীপ ক্লাসে ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও সিও স্বপন রোজারিও নতুন সদস্যপদ গ্রহণকারীদের ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্পসেবা গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়নের জন্য আহ্বান জানান। একজন আদর্শ সদস্য, ঋণ নিয়ে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ এবং বিভিন্ন সঞ্চায়ী প্রকল্পে অর্থ সঞ্চয় করে ভবিষ্যৎ বুনিয়াদ ও নিশ্চিত জীবনধারণের জন্য অনুপ্রেরণা দেন। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেবাগ্রহণ করে নিজেদের জীবনমান সুন্দর ও স্বাচ্ছন্দময় করে তোলার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় ৮০ জন সদস্যপদ প্রত্যাশি উপস্থিত থেকে স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও প্রি-মেম্বারশীপ ক্লাসে অংশ নেন।