শিরোনাম :
অনুষ্ঠিত হলো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, মুকসুদপুর উপজেলা শাখা’র মত বিনিময় ও আলোচনা সভা
ডিসিনিউজ।।ঢাকা
১৮ মার্চ, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কলিগ্রাম ওয়াইএম.সি.এ (শাপলা ভবন) -তে অনুষ্ঠিত হলো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, মুকসুদপুর উপজেলা শাখা’র মত বিনিময় ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, মুকসুদপুর উপজেলার সভাপতি জনাব মোঃ রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌরসভার মেয়র জনাব আশ্রাফুল আলম শিমুল, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আবু বকর মিয়া, ১৫ নং কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সিরাজ, ১৭ নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মিহির কান্তি রায়, ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনান শেখ রনি আহম্মেদ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব জেমস সুব্রত হাজরা, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ডন এ. অধিকারী, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, এসোসিয়েশনের নির্বাহী সদস্য ভিক্টর রে। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, মুকসুদপুর উপজেলা শাখা’র সভাপতি দানিয়েল শিকদার। প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন , খ্রীষ্টান সম্প্রদায়ের উপর যে কোনো ধরনের হামলা এবং অত্যাচারে সবসময় সোচ্চার থাকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। যে কোনো সমস্যায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, মুকসুদপুর উপজেলা সহ সকল শাখার পাশে রয়েছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এসোসিয়েশনের ইস্টার সানডে উপলক্ষ্যে একদিন সরকারি ছুটি, মন্ত্রীপরিষদে একজন খ্রীষ্টান মন্ত্রী, বড়দিনে সারাদিন ব্যাপী জাতীয় টেলিভিষনে অনুষ্ঠান প্রচার, সকল স্কুলে খ্রীষ্টান শিক্ষক দ্বারা খ্রীষ্টান ছাত্র-ছাত্রীদের খ্রীষ্টধর্ম পাঠদান করার দাবিসহ অন্যান্য সকল দাবি সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি এসোসিয়েশনের সকল শাখায় নতুন এবং প্রবীণ নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, মুকসুদপুর উপজেলা শাখা’র মত বিনিময় ও আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতি ছিলো।