ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো বিথীকা বাড়ৈয়ের স্মৃতিচারণ ও স্মরণ সভা

অনুষ্ঠিত হলো বিথীকা বাড়ৈয়ের স্মৃতিচারণ ও স্মরণ সভা

0
393

ডিসিনিউজ || ঢাকা
সংসার মায়া ত্যাগ করে বিথীকা বাড়ৈ পরলোকে পাড়ি জমিয়েছিলেন ২২ ডিসেম্বর, ২০১৯ রাত ১০টায় ঢাকার শমরিতা হাসপাতালে। তিনি ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান।
৭ জানুয়ারি ২০২০, সন্ধ্যা ৭টায় ঢাকার গ্রিনরোডস্থ ইন্মানুয়েল ব্যাপ্টিস্ট চার্চে বিথীকা বাড়ৈর স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ইন্মানুয়েল চার্চের পাস্টর বাইরন এ. বনিকের সঞ্চালনায় বিথীকা বাড়ৈর বিষয়ে স্মৃতিচারণ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বিথীকা বাড়ৈর দেবর মিল্টন এস. বাড়ৈ, ভাই পৌল তপন সরকার, জন লোটাস দাস, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি খ্রীষ্টফার অধিকারী, সহ-সভাপতি জেমস্ প্রদীপ বিশ্বাসসহ আরো অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন।
স্মৃতিচারণ ও স্মরণ সভায় প্রয়াতের আত্মার কল্যাণে প্রার্থনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে বিথীকা বাড়ৈর জামাতা ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিভিন্ন সময়ে সহযোগিতার জন্য।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বিথীকা বাড়ৈর পরিবার ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যাপ্টিস্ট চার্চে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ প্রয়াতের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজাবাজার কল্যাণ সমিতির চেয়াম্যান মার্সিয়া মিলি গমেজের মা এবং ঢাকা ক্রেডিটের বিদায়ী প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের শাশুরি ছিলেন বিথীকা বাড়ৈ। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, জামাতা ও নাতি-নাতনি রেখে যান।
বরিশালের বাগদা গ্রামে জন্ম তার। সেখানেই পড়াশোনা করে ঢাকায় হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নার্সিং পড়াশোনা করেন। একই হাসপাতালে তিনি নার্সিং পেশা শুরু করে সেখানেই কর্মময় জীবন শেষ করেন।
২৩ ডিসেম্বর গ্রীনরোডস্থ ইম্মানূয়েল ব্যাপ্টিষ্ট চার্চে তার শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনানুষ্ঠান শেষে তার মরদেহ পুরান ঢাকার ওয়ারী কবরাস্থানে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়। সংক্ষিপ্ত প্রার্থনানুষ্ঠান শেষে বেলা ১টায় স্বামী জন জ্যোতির্ম্ময় বাড়ৈর সমাধিতেই তাকে সমাহিত করা হয়।

ছবি: সমিত ক্রুজ

[wp1s id=”11211″]