শিরোনাম :
অনুষ্ঠিত হলো মঞ্জু রোজারিও’র চল্লিশা
ডিসিনিউজ ।। গাজীপুর
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও’র জ্যেঠিমা মঞ্জু রোজারিও’র চল্লিশা।
১৫ জানুয়ারি নাগরী ধর্মপল্লীর গাড়ারিয়া গ্রামের নিজ বাড়িতে তার চল্লিশা অনুষ্ঠিত হয়। চল্লিশার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার ইগ্নাসিউস গমেজ এসজে।
ফাদার খ্রিষ্টযাগের বাণীতে বলেন, ‘ঈশ্বরের জন্য কোন জায়গার প্রয়োজন নেই, তিনি সব জায়গাতেই বিদ্যমান। আমরা জানি ঈশ্বর যেখানে, স্বর্গ সেখানে। সুতরাং ঈশ্বর এখানে বিদ্যমান তাই স্বর্গ এখানেই বিদ্যমান। আমরা বিশ্বাস করি মঞ্জু রোজারিও স্বর্গে অবস্থান করছেন, তাই তিনি এখানে আমাদের সবার মাঝে উপস্থিত আছেন এবং সবাইকে আশীর্বাদ করছেন।’
খ্রিষ্টযাগ শেষে স্মৃতিচারণ করেন প্রয়াতের দেবর এডয়ার্ড রোজারিও, ভাগিনা জনি গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং পিটার পল।
স্মৃতিচারণের শেষে লিটন টমাস রোজারিও সবাইকে ধন্যবাদ এবং তার জ্যেঠিমার আত্মার কল্যাণ কামনায় সকলে প্রার্থনার আহ্বান জানান।
চল্লিশার প্রার্থনানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার শীরেন সিলভেস্টার গমেজ, এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, চিপ অফিসার খোকন মার্ক কস্তা, সিনিয়র ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তাসহ আরো অনেকে।
মঞ্জু রোজারিও ৩০ নভেম্বর সকালে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরমপিতার কোলে আশ্রয় নেন।