ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো রেডিও ভেরিতাস এশিয়ার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী

অনুষ্ঠিত হলো রেডিও ভেরিতাস এশিয়ার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী

0
457

ডিসিনিউজ ।। ঢাকা

শ্রোতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো রেডিও ভেরিতাস এশিয়া’র (আরভিএ) ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব।

বাংলাদেশের রেডিও ভেরিতাসের বাংলা বিভাগের আয়োজনে এই উৎসব পালিত হয়। রেডিও ভেরিতাসের বাংলা বিভাগের পথচলা এখন ৪০ বছর। পূর্বে শটওয়েব-এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার হলেও বর্তমানে রেডিও ভেরিতাস-এর প্রোগ্রাম অনলাইনের মাধ্যমে প্রচারিত হচ্ছে।

রাজধানী সিবিসিবি সেন্টারে ১ নভেম্বর সকাল ৯টায় খ্রিষ্টযাগের মধ্যদিয়ে এই জুবিলি অনুষ্ঠান শুরু হয়।

জুবিলি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিবিসিবির সামাজিক কমিশনের চেয়ারম্যান বিশপ রমেন বৈরাগী। প্রধান অতিথি ছিলেন সিবিসিবির ভাইস-প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋঅইঈ এর সেক্রেটারী ফাদার জর্জ প্ল্যাথট্টাম এসডিবি, ন‚্যনসিওর প্রতিনিধি ফাদার আলবেরো, কোলকাতার চিত্রবাণীর ফাদার পি জে যোসেফ, খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল রিবেরু, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ আরভিএ’র কর্মী ও শ্রোতারা।

[wp1s id=”10135″]

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জুবিলি অনুষ্ঠানে আনন্দ প্রকাশ করেন। সেই সাথে জুবিলি অনুষ্ঠানটি একটি মিলনমেলা হিসেবে উল্লেখ করেন। এ ছাড়াও তারা বলেন, ভেরিতাস অর্থ হলো সত্য। আর রেডিও ভেরিতাস সেই সত্যই প্রকাশ ও প্রচার করে।
সকালে খ্রিষ্টযাগ দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শেষ হয়।

রেডিও ভেরিতাস এশিয়ার (আরভিএ) প্রধান কার্যালয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজনসিটিতে অবস্থিত। আরভিএ এশিয়ার ২২টি ভাষায় ২২০ কোটি মানুষের কাছে সত্যবাণী প্রচার করে যাচ্ছে দীর্ঘ ৫০ বছর ধরে। ১৯৬৯ খ্রিষ্টাব্দে রেডিও ভেরিতাসের পথচলা শুরু। রেডিও ভেরিতাসের সুবর্ণ জয়ন্তী গত এপ্রিল মাসে ফিলিপাইনে উদ্বোধন করা হয় এবং এশিয়ার বিভিন্ন দেশে ও ভাষায় এ সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।