ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো সদস্যাদের সক্রিয় অংশগ্রহণে ঢাকা হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠিত হলো সদস্যাদের সক্রিয় অংশগ্রহণে ঢাকা হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা

0
196

ডিসিনিউজ ।। ঢাকা

“গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ” এই মূলমন্ত্রকে সামনে রেখে এবং বাস্তবায়নের মাধ্যমে সফল প্রতিষ্ঠান দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ, রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে।

সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে সকল সদস্য/সদস্যাদের অংশগ্রহণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্টমন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি; গেস্ট অব অনার অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য, এমপি; জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি;। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকি, এমপি (গাজীপুর-৫); আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার, এমপি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব ড. তরুণ কান্তি শিকদার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর পিএএ জনাব মুহাম্মদ আনিছুর রহমান মিয়া, ঢাকা বিভাগের মাননীয় যুগ্ন নিবন্ধক জনাব শেখ কামাল হোসেন, ঢাকা বিভাগীয় সমবায় অফিসের উপ-নিবন্ধক মাননীয় জনাব মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকাস্থ জেলা সমবায় অফিসার জনাব মোঃ শিহাব উদ্দীন, গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব এস.এম.রবীন হোসেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা এর প্রেডিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লিঃ এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব ওয়াইএমসিএর এক্সেকিউটিভ মেম্বার বাবু মার্কুস গমেজ, সোসাসাইটির ব্যবস্থাপনা কমিটি এবং উপদেষ্টা বৃন্দ।

সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সাধারণ সভার কর্মসূচী অনুযায়ী অতিথিদের আসনগ্রহণ, জাতীয় সঙ্গীত, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্য দিয়ে সভা শুরু হয়।

সাধারণ সভার সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সকলকে শুভেচ্ছা জানিয়ে সোসাইটির ৪৫ বছরের ইতিহাসে বর্তমান ব্যবস্থাপনা কমিটির উন্নয়নের নানা ম্যাগা প্রকল্পের চিত্র তুলে ধরেন।

তিনি সোসাইটির উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ১৯৭৭ খ্রীষ্টাব্দে ১৪ এপ্রিল ২৭ জন নিবেদিত প্রাণ ব্যক্তিদের প্রচেষ্টার ফসল আজকের এই হাউজিং সোসাইটি। যার মূল লক্ষ্যই ছিল ‘আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারাবদ্ধ। বর্তমানে সোসাইটির সম্পদ-পরিসম্পদ প্রায় ২৭০০ কোটি টাকার উপরে বলে তিনি জানান। তিনি সোসাইটির আয়মূলক কর্মকান্ড গ্রহণকৃত নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, ফুড পার্ক রেস্টুরেন্ট ও স্বপ্নধারা থীম পার্ক এন্ড রিসোর্ট, সামাজিক দায়বদ্ধতা থেকে শান্তির নীড় বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা, এলপিজি মডেল ফিলিং স্টেশন স্থাপন, অটো ব্রিকস, সেবামূলক প্রতিষ্ঠান মা ও শিশু এন্ড জেনারেল হাসপাতাল ইত্যাদি ম্যাগা প্রকল্পের চিত্র তুলে ধরেন।

তিনি সোসাইটির আবাসন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে প্রায় ১০০০ বিঘা জমি ক্রয় করা হয়েছে যার মধ্যে ৪৪৯০টির অধিক প্লট তৈরী করে সদস্যদের মাঝে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে বন্টন করা হচ্ছে এবং ১৫৬টি ফ্ল্যাট প্রকল্পে ১৫৯৬টি ফ্ল্যাট তৈরী করে সদস্যদের বসবাসের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সকল গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন এবং উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করেন।

সাধারণ সভায় দিনের কার্য অনুযায়ী বার্ষিক হিসাব-নিকাশ, ঋণদান কমিটির প্রতিবেদন, অডিট কমিটির প্রতিবেদন ও লটারী পর্বের মধ্য দিয়ে কর্মসূচী শেষে হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।