ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো সমবায় আন্দোলনের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গোলটেবিল বৈঠক

অনুষ্ঠিত হলো সমবায় আন্দোলনের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গোলটেবিল বৈঠক

0
1168

সমবায় সমিতিতে বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনা নিয়ে ঢাকার সিরডাপ মিলনায়তনে সমাবায় সমিতির সদস্যদের নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) মঙ্গলবার, ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) ও দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর অন্তর্ভুক্ত সমিতির সদস্যদের সমবায় আন্দোলনকে আরো বেড়বান করার উদ্দেশ্যে গোলটেবিল বৈঠক হয়।

কাককোর প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।
সভাপতি নির্মল রোজারিও লিখিত নিবন্ধে বলেন, সমবায়ের ২১ বিধি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, যা সমবায়ীদের ভোটাধিকার এবং সাধারণ সভায় অংশগ্রহণ করার অধিকার ক্ষুন্ন করছে।

তিনি আরো বলেন, ২০১২ সালে আয়কর আরোপ করায় সমবায় আন্দোলনের অগ্রগতিকে বাধাগ্রস্থ করছে। সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সদস্যদের জীবনমানের টেকসই উন্নয়নের মাধ্যমে সুন্দর সমাজ গড়া। বিভিন্ন আমানতের সুদ প্রদান ও পরিচালনা ব্যয় নির্বাগের পর যে স্বল্প মুনাফা থাকে, তা থেকে সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০১৩) এর ৩৪ ধারা অনুযায়ী সংরক্ষিত তহবিলে ১৫%, কু-ঋণ তহবিলে ১০%, সমবায় উন্নয়ন তহবিলে ৩%, এবং উপ-আইনে উল্লেখিত অন্যান্য উদ্দেশ্যে ১০% পর্যন্ত সংরক্ষণ করার পর অবশিষ্ট মুনাফা লভ্যাংশ হারে সদস্যদের মধ্যে বন্টন করা হয়। যার ফলে সমবায় সমিতিতে মুনাফা প্রদানের হার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে কম। আয়কর আরোপের ফলে মুনাফার হার আরো হ্রাস পাচ্ছে। এতে করে সদস্যরা নিরুৎসাহিত হচ্ছে যা সমবায় আন্দোলন বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায এমপি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু সুষম বন্টন ও সমবায়ের ভিত্তিতে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাঁকে হত্যা করার কারণে পূরণ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণের লক্ষে কাজ করে যাচ্ছেন।’

‘সমবায় সমিতির উপর যে আয় কর নির্ধারিত হয়েছে তা সমবায় আন্দোলকে ব্যাহত হচ্ছে। তাই একটি ডেপুটেশন তৈরি করে সমবায়ের মহাপরিচালকের নিকট পেশ করুণ’ বলেন প্রতিমন্ত্রী।

এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে আয়কর কমানোর আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বিশেষ অতিথি সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আব্দুল মজিদ বাংলাদেশের সমাবায়ীদের উদ্দেশে বলেন, সমাবায়ের উপর ১৫% আয়কর সমবায়ীদের জন্য অতিরিক্ত। বাংলাদেশের সমাবায়ীরা অধিকাংশ দরিদ্র, তাদের তিল তিল করে জমানো অর্থের উপর আয়কর চাপানো ঠিক নয়।

‘কিছু অসমবায়ীদের কারণে সমবায় অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ী, শিল্পপতিরা সরকারের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, কিন্তু সমাবায়ীরা তেমন কোনো সরকারী সাহায্য পাচ্ছে না’ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রীর মাধ্যামে বলেন নিবন্ধক ও মহাপরিচালক আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘সমবায় আইনে ২১ বিধি সমবায়ীদের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছে। এর ফলে অনেক মামলা-মোকাদ্দমার সৃষ্টি হচ্ছে। ফলে সেচ্ছাসেবী সমবায়ীরা সমবায় থেকে দূরে সরে যাচ্ছে।’

উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে তৃণমূল পর্যায়ের দরিদ্র সমবায়ীদের কথা চিন্তা করে আইন প্রণয়ণ, পেশাদারী সমবায়ী তৈরির লক্ষে প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানান বাবু মার্কুজ।

আরো বক্তব্য রাখেন কালব-এর চেয়ারম্যান জোনাস ঢাকী, কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক খায়রুল কবির, সমবায় অধিদপ্তরের সাবেক নিবন্ধক ও মহাপরিচালক হুমায়ুন খালিদ, কালবের সেক্রেটারি এমদাদ হোসেন মালেক, নটর ডেম কলেজের প্রফেসর ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, ঢাকা বিভাগের জেলার সমবায় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ নিয়ামূল বাশার।

আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বর্তমান সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত ১৫৩জন সমবায়ী।