শিরোনাম :
অনুষ্ঠিত হল আন্তঃভাওয়াল অঞ্চল ফুটবল টুর্ণামেন্ট ২০১৮
ভাসানিয়া জাগ্রত যুব সংঘের আয়োজনে ভাসানিয়া বিডিপি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ আন্তঃভাওয়াল অঞ্চল ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর (শুক্রবার) বিকেলে চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় ভাসানিয়া ওইয়াইসিএস দল এবং নৈপাড়া ¯েপার্টিং ক্লাব দল।
মাঠে ছিল দর্শকের বিপুল ভীড়। আক্রমন-পাল্টা আক্রমনের খেলা শেষে ২/১ গোলে জয় পায় ভাসানিয়া ওইয়াইসিএস দল এবং রানার্সআপ হয় নৈপাড়া ¯েপার্টিং ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাসানিয়া জাগ্রত যুব সংঘের সভাপতি লেনার্ড যোসেফ পিউরীফিকেশন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর চেয়ারম্যান সঞ্চয় ডমিনিক রোজারিও।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ভাসানিয়া বিডিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ভাসানিয়া জাগ্রত যুব সংঘের প্রাক্তন সভাপতিবৃন্দ এবং উপদেষ্টা মন্ডলী।
এ সময় যুব সংঘের সভাপতি পিউরীফিকেশন উপস্থিত সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, টুর্ণামেন্টে ৯টি ধর্মপল্লী থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে এবং প্রতিটি খেলাই নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
ডিসিনিউজ/আরবি.জেএফকা. ১৫ অক্টোবর ২০১৮