ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হল সাভার ওয়াইএমসিএ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮

অনুষ্ঠিত হল সাভার ওয়াইএমসিএ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮

0
256

‘মাদককে না বলুন’ এই স্লেগানকে সামনে রেখে সাভার ওয়াইএমসিএ এক ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।

সাভারের ধরেন্ডা গ্রামের চাপা মাঠে শুক্রবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরো টুর্ণামেন্টে কমলাপুর, রাজাসন, দেওগাঁ ও ধরেন্ডা গ্রামসহ মোট ৪টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় কমলাপুর এবং ধরেন্ডা দল মুখোমুখি হয় এবং ৪/০ গোলে জয় পেয়ে কমলাপুর চ্যা¤িপয়ন হয় চতুর্থবারের মতো।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাভার ওয়াইএমসিএ’র সভাপতি তপন টমাস রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন মাতবর, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের ভাইস-প্রেসিডেন্ট বিলাস বি. গমেজ, সাভার ওয়াইএমসি’র ভাইস-প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও, সেক্রেটারি রনেল ফ্রান্সিসসহ আরো অনেকে।

প্রধান অতিথি বাবু মাকুর্জ গমেজ অনুষ্ঠানে বলেন, ‘সাভারের যুবকদের জন্য শুধু খেলা আয়োজন নয় তাদের সার্বিক বিকাশ ও উন্নয়নের কার্যক্রম গ্রহণ করেছে এবং আরো কার্যক্রম গ্রহণ করবে সাভার ওয়াইএমসিএ।’

তিনি আরো বলেন, ‘আমাদের যুব সমাজ যেন অচিরেই ধ্বংস না হয়, যুবারা যেন মাদক ছেড়ে খেলায় অংশগ্রহণ করে।’

বিশেষ অতিথি নির্মল রোজারিও বলেন, ‘সুস্থ সুন্দর জীবন চাই, মাদকমুক্ত কিশোর-যুব সমাজ চাই’ এই জন্য প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা।’

সভাপতি তপন আগামী বছরে অনুর্ধ্ব ১৬’র জন্য নতুন টুর্ণামেন্ট তৈরি করার সাহায্য কামনা করেন সকলের কাছে।

বিগত পাঁচ বছর ধরে সাভার ওয়াইএমসিএ এই টুর্ণামেন্ট আয়োজন করে আসছে খ্রীষ্টান সমাজে ঐক্য গড়ে তোলার লক্ষে।

খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরবি.এইচআর. ১৯ অক্টোবর ২০১৮